হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকার করায় ১৬ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ১২০ কেজি ইলিশ মাছ, জালসহ একটি মাছধরা ট্রলার জব্দ করা হয়।
আজ মঙ্গলবার সকালে আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা ট্রলারটি মৎস্য কার্যালয়ের অধীনে জব্দ করে রাখার আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরওয়ারের আদালত। পরে জব্দ করা ইলিশ মাছ এতিমখানায় দিয়ে দেওয়া হয়। আটক জেলেদের বাড়ি হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে।
এর আগে মঙ্গলবার ভোরে হাতিয়ার পূর্বপাশে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে ট্রলারটি আটক করা হয়।
নলচিরা নৌ-পুলিশের (ভারপ্রাপ্ত) ইনচার্জ অমিত সাহা জানান, নদীতে মাছ শিকার করা অবস্থায় একটি ট্রলার জব্দ করা হয়। এ সময় ট্রলারে থাকা ১৬ জেলেকে আটক করে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার সবাইকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। জব্দ করা ট্রলার দুটি নৌ-পুলিশের জিম্মায় রেখে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী।
উপজেলা সহকারী কমিশনার গোলাম সরওয়ার জানান, আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ট্রলারটি নৌ-পুলিশের জিম্মায় দেওয়া হয়। ২ নভেম্বর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ছেড়ে দেওয়া হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, ‘কিছু কিছু জেলে রাতের আঁধারে নদীতে মাছ শিকারে যায়। গত কয়েক দিন থেকে এ ধরনের সংবাদ আসছে। এ জন্য রাতে ও দিনে আমরা অভিযান পরিচালনা করছি। আগামী ২ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’

নোয়াখালী হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকার করায় ১৬ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ১২০ কেজি ইলিশ মাছ, জালসহ একটি মাছধরা ট্রলার জব্দ করা হয়।
আজ মঙ্গলবার সকালে আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা ট্রলারটি মৎস্য কার্যালয়ের অধীনে জব্দ করে রাখার আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরওয়ারের আদালত। পরে জব্দ করা ইলিশ মাছ এতিমখানায় দিয়ে দেওয়া হয়। আটক জেলেদের বাড়ি হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে।
এর আগে মঙ্গলবার ভোরে হাতিয়ার পূর্বপাশে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে ট্রলারটি আটক করা হয়।
নলচিরা নৌ-পুলিশের (ভারপ্রাপ্ত) ইনচার্জ অমিত সাহা জানান, নদীতে মাছ শিকার করা অবস্থায় একটি ট্রলার জব্দ করা হয়। এ সময় ট্রলারে থাকা ১৬ জেলেকে আটক করে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার সবাইকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। জব্দ করা ট্রলার দুটি নৌ-পুলিশের জিম্মায় রেখে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী।
উপজেলা সহকারী কমিশনার গোলাম সরওয়ার জানান, আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ট্রলারটি নৌ-পুলিশের জিম্মায় দেওয়া হয়। ২ নভেম্বর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ছেড়ে দেওয়া হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, ‘কিছু কিছু জেলে রাতের আঁধারে নদীতে মাছ শিকারে যায়। গত কয়েক দিন থেকে এ ধরনের সংবাদ আসছে। এ জন্য রাতে ও দিনে আমরা অভিযান পরিচালনা করছি। আগামী ২ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’

হোটেল কর্মচারী মিলন নিলিকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন। এতে সাড়া না দেওয়ায় এবং প্রতিবাদ করায় নিলির ওপর ক্ষিপ্ত হন মিলন। পরে তিনি তাকে হত্যা করেন। এ ঘটনার পর মিলন মল্লিক তাঁর গ্রামের বাড়ি বাগেরহাটের মান্ডা বাঁশখালী এলাকায় পালিয়ে যান।
১৪ মিনিট আগে
চট্টগ্রামে পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম (২২) হত্যা মামলায় ১০ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। ২০১৩ সালের ৩ নভেম্বর নগরীর খুলশী থানার টাইগারপাস আমবাগান...
১ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনে জয়ের সম্ভাবনা প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা বলতে পারি, বিজয় আমাদের হয়েই গেছে। ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে।’
১ ঘণ্টা আগে
গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক। এটাই হবে আগামীর বাংলাদেশ। আজ সোমবার দুপুরে রাজশাহীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির...
১ ঘণ্টা আগে