নোয়াখালী প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ভোট গ্রহণ চলছে। ভোট চলকালে ইসফাকুল হক মান্না আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে সিল মারা অবস্থায় ব্যালট বই উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো বাতিল করা হয়। এদিকে সকাল থেকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ ভোটাররা।
আজ সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। ভোট শুরু পর থেকে কয়েকটি কেন্দ্রে প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করে ভোর থেকে প্রতিটি কেন্দ্রে আসতে থাকে ভোটাররা। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল ব্যাপক, পুরুষদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে বেশির ভাগ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি থাকলেও ভোট গ্রহণ ধীর। আর তাতে অস্বস্তিতে পড়েছেন ভোটাররা। বেশি বিপাকে পড়েছেন লাইনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ নারী-পুরুষেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ইসফাকুল হক মান্না আলিম মাদ্রাসা কেন্দ্রের একটি বুথে প্রবেশ করে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তারা সহকারী প্রিসাইডিং এর কাছ থেকে ব্যালট পেপারের তিনটি বই নিয়ে তাতে সিল মেরে বক্সে ঢোকায়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া করে। পরে ঘটনাস্থল থেকে সিল মারা ব্যালট উদ্ধার করা হয়।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কৃষ্ণ গোপাল রায় বলেন, দুজন মেম্বার সমর্থক কর্মীরা কেন্দ্রে প্রবেশ করে ৩৫টি ব্যালট নিয়ে সিল মেরে বক্সে ঢোকানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দিলে পালিয়ে যায়। জব্দকৃত ব্যালটগুলো বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী, সাধারণ সদস্য পদে ৯টি ওয়ার্ডে ৪৪ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নটিতে মোট ভোটার রয়েছে ২২ হাজার ৯৫৮ জন, যার মধ্যে ১১ হাজার ৮৪৮ জন পুরুষ ও ১১ হাজার ১১১ জন নারী ভোটার রয়েছেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ভোট গ্রহণ চলছে। ভোট চলকালে ইসফাকুল হক মান্না আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে সিল মারা অবস্থায় ব্যালট বই উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো বাতিল করা হয়। এদিকে সকাল থেকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ ভোটাররা।
আজ সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। ভোট শুরু পর থেকে কয়েকটি কেন্দ্রে প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করে ভোর থেকে প্রতিটি কেন্দ্রে আসতে থাকে ভোটাররা। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল ব্যাপক, পুরুষদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে বেশির ভাগ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি থাকলেও ভোট গ্রহণ ধীর। আর তাতে অস্বস্তিতে পড়েছেন ভোটাররা। বেশি বিপাকে পড়েছেন লাইনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ নারী-পুরুষেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ইসফাকুল হক মান্না আলিম মাদ্রাসা কেন্দ্রের একটি বুথে প্রবেশ করে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তারা সহকারী প্রিসাইডিং এর কাছ থেকে ব্যালট পেপারের তিনটি বই নিয়ে তাতে সিল মেরে বক্সে ঢোকায়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া করে। পরে ঘটনাস্থল থেকে সিল মারা ব্যালট উদ্ধার করা হয়।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কৃষ্ণ গোপাল রায় বলেন, দুজন মেম্বার সমর্থক কর্মীরা কেন্দ্রে প্রবেশ করে ৩৫টি ব্যালট নিয়ে সিল মেরে বক্সে ঢোকানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দিলে পালিয়ে যায়। জব্দকৃত ব্যালটগুলো বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী, সাধারণ সদস্য পদে ৯টি ওয়ার্ডে ৪৪ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নটিতে মোট ভোটার রয়েছে ২২ হাজার ৯৫৮ জন, যার মধ্যে ১১ হাজার ৮৪৮ জন পুরুষ ও ১১ হাজার ১১১ জন নারী ভোটার রয়েছেন।

ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
৪ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১৭ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
২০ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩৯ মিনিট আগে