নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা শহর মাইজদীতে শাহরিয়ার হাসান রিমন (১৬) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রিজভীর ছোট ভাই। গতকাল রোববার বিকেলে মাইজদীর বালিংটন মোড়ে এই ঘটনা ঘটে।
রিমন নোয়াখালী পৌরসভার বালিংটন মোড় এলাকায় পরিবারের সঙ্গে থাকে। তার গ্রামের বাড়ি হাতিয়া উপজেলায়।
জানা গেছে, রিমন নোয়াখালী পৌর এলাকার হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। দুই দিন আগে তার স্কুলের বন্ধুদের সঙ্গে বহিরাগত কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। তখন রিমন ঝামেলা সৃষ্টিকারীদের বলে, ‘আমি শহীদের ভাই। আমি চাই না আর কোনো মায়ের বুক খালি হোক, দেশে আর কোনো ঝামেলা হোক।’ পরে বিষয়টি রিমন মীমাংসা করে দেয়। এতে তারা রিমনের ওপর ক্ষুব্ধ হয়।
গতকাল বিকেলে স্কুল থেকে বাসায় যাওয়ার পথে বহিরাগত ছেলেরা রিমনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা রিমনের পিঠে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রিমনকে ঢাকায় পাঠানো হয়।
এদিকে গতকাল রাত সাড়ে ৯টার দিকে হামলাকারীদের আটকের দাবিতে সুধারাম মডেল থানার সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক আরিফুর ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। কার ইন্ধনে হামলা হয়েছে, বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। অতি দ্রুত জড়িতদের আটক না করলে কঠোর আন্দোলন করা হবে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় আহত কিশোরের পরিবার মামলা করবে বলে জানিয়েছে। পুলিশ জড়িতদের আটকের চেষ্টা করছে।

নোয়াখালী জেলা শহর মাইজদীতে শাহরিয়ার হাসান রিমন (১৬) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রিজভীর ছোট ভাই। গতকাল রোববার বিকেলে মাইজদীর বালিংটন মোড়ে এই ঘটনা ঘটে।
রিমন নোয়াখালী পৌরসভার বালিংটন মোড় এলাকায় পরিবারের সঙ্গে থাকে। তার গ্রামের বাড়ি হাতিয়া উপজেলায়।
জানা গেছে, রিমন নোয়াখালী পৌর এলাকার হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। দুই দিন আগে তার স্কুলের বন্ধুদের সঙ্গে বহিরাগত কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। তখন রিমন ঝামেলা সৃষ্টিকারীদের বলে, ‘আমি শহীদের ভাই। আমি চাই না আর কোনো মায়ের বুক খালি হোক, দেশে আর কোনো ঝামেলা হোক।’ পরে বিষয়টি রিমন মীমাংসা করে দেয়। এতে তারা রিমনের ওপর ক্ষুব্ধ হয়।
গতকাল বিকেলে স্কুল থেকে বাসায় যাওয়ার পথে বহিরাগত ছেলেরা রিমনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা রিমনের পিঠে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রিমনকে ঢাকায় পাঠানো হয়।
এদিকে গতকাল রাত সাড়ে ৯টার দিকে হামলাকারীদের আটকের দাবিতে সুধারাম মডেল থানার সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক আরিফুর ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। কার ইন্ধনে হামলা হয়েছে, বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। অতি দ্রুত জড়িতদের আটক না করলে কঠোর আন্দোলন করা হবে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় আহত কিশোরের পরিবার মামলা করবে বলে জানিয়েছে। পুলিশ জড়িতদের আটকের চেষ্টা করছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে