হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় জমিসংক্রান্ত বিরোধ নিরসনে সালিসে রায় পক্ষে না যাওয়ায় সালিসদারকে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে) বিকেলে সালিসদার আনোয়ার হোসেন ছয়জনকে আসামি করে হাতিয়া থানায় এই অভিযোগ করেন। এর আগে গত রোববার দুপুরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামে সালিসে মারধরের শিকান হন আনোয়ার হোসেন।
জানা গেছে, এলাকার সফিক উদ্দিনের সঙ্গে আবু সুফিয়ানদের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। এ নিয়ে একাধিকবার সালিস হয়। কিন্তু সালিসের রায়ে সফিক উদ্দিনকে বিবাদীয় ভূমি বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও তিনি তা বুঝিয়ে না দিয়ে দখল করে রাখেন। পরে উভয় পক্ষের যৌথ সিদ্ধান্তে আবারও সালিস বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে আনোয়ারকেও সালিসদার হিসেবে থাকার প্রস্তাব করা হয়। সালিসের দিন আনোয়ারসহ অন্য সালিসদারেরা পর্যালোচনা করে রায় দেওয়ার পর আবু সুফিয়ান ও তাঁর লোকজন তর্কবিতর্ক শুরু করেন। একপর্যায়ে সফিককে জুতা দিয়ে আঘাত করা হয়। আনোয়ার হোসেন বলেন, ‘উত্তপ্ত পরিস্থিতে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করি। এতে আবু সুফিয়ানের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে।’ আনোয়ার বলেন, ‘সালিস শেষে হঠাৎ করে আবু সুফিয়ানের লোকেরা হামলা করে। হামলায় আমার হাত ও বাম কানে মারাত্মক আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় আমাকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় তারা আমার সঙ্গে থাকা নগদ ৭৫ হাজার টাকা, মোবাইল, ঘড়িসহ প্রায় লাখ টাকার ক্ষতি করে। পরে হাতিয়া থানায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।’ হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সাগরিয়া ফাঁড়ি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।’

হাতিয়ায় জমিসংক্রান্ত বিরোধ নিরসনে সালিসে রায় পক্ষে না যাওয়ায় সালিসদারকে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে) বিকেলে সালিসদার আনোয়ার হোসেন ছয়জনকে আসামি করে হাতিয়া থানায় এই অভিযোগ করেন। এর আগে গত রোববার দুপুরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামে সালিসে মারধরের শিকান হন আনোয়ার হোসেন।
জানা গেছে, এলাকার সফিক উদ্দিনের সঙ্গে আবু সুফিয়ানদের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। এ নিয়ে একাধিকবার সালিস হয়। কিন্তু সালিসের রায়ে সফিক উদ্দিনকে বিবাদীয় ভূমি বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও তিনি তা বুঝিয়ে না দিয়ে দখল করে রাখেন। পরে উভয় পক্ষের যৌথ সিদ্ধান্তে আবারও সালিস বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে আনোয়ারকেও সালিসদার হিসেবে থাকার প্রস্তাব করা হয়। সালিসের দিন আনোয়ারসহ অন্য সালিসদারেরা পর্যালোচনা করে রায় দেওয়ার পর আবু সুফিয়ান ও তাঁর লোকজন তর্কবিতর্ক শুরু করেন। একপর্যায়ে সফিককে জুতা দিয়ে আঘাত করা হয়। আনোয়ার হোসেন বলেন, ‘উত্তপ্ত পরিস্থিতে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করি। এতে আবু সুফিয়ানের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে।’ আনোয়ার বলেন, ‘সালিস শেষে হঠাৎ করে আবু সুফিয়ানের লোকেরা হামলা করে। হামলায় আমার হাত ও বাম কানে মারাত্মক আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় আমাকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় তারা আমার সঙ্গে থাকা নগদ ৭৫ হাজার টাকা, মোবাইল, ঘড়িসহ প্রায় লাখ টাকার ক্ষতি করে। পরে হাতিয়া থানায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।’ হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সাগরিয়া ফাঁড়ি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।’

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁদের মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁরা আদালতের বিচারক সজীব চৌধুরী তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে নিরাপত্তার আশ্বাস দিয়ে হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনার সত্যতা
২ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযান চলাকালে মারা যাওয়া বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর (৫২) ময়নাতদন্ত করা হচ্ছে। কেননা তাঁর পরিবার ও বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, অভিযান চালানো সেনাসদস্যদের নির্যাতনে মারা গেছেন ডাবলু।
৫ মিনিট আগে
নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
৩৬ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
১ ঘণ্টা আগে