হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ শিকার করায় ২৯ জেলেকে আটক করেছে মৎস্য অফিসের কর্মকর্তারা। এ সময় জালসহ দুটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
আজ রোববার সন্ধ্যায় আটক জেলেদের ২৭ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আটক জেলেদের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন ও লালমোহন উপজেলায়।
এর আগে আজ রোববার বিকেলে নিঝুম দ্বীপের দক্ষিণে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে এসব ট্রলার জব্দ করা হয়।
উপজেলা মৎস্য অফিস জানায়, প্রতিদিনের মতো উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী নেতৃত্বে নিঝুম দ্বীপ নৌ-পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় নদীতে মাছ শিকার করা অবস্থায় দুটি ট্রলার জব্দ করা হয়।
এ সময় ট্রলারে থাকা ২৯ জেলে সবাইকে আটক করে তমরদ্দি ঘাটে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী সবাইকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। জব্দ করা ট্রলার দুটি মৎস্য অফিসের অধীনে নিঝুম দ্বীপ ইউপি চেয়ারম্যানের জিম্মায় রেখে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
ইউএনও সুরাইয়া আক্তার লাকী জানান, আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ট্রলার দুটি নিঝুম দ্বীপ চেয়ারম্যানের কাছে জিম্মা দেওয়া হয়। ২ নভেম্বর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ছেড়ে দেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, ‘কিছু কিছু জেলে রাতে নদীতে মাছ শিকারে যায়। গত কয়েক দিন থেকে এ ধরনের সংবাদ আসছে। এ জন্য রাতে ও দিনে আমরা অভিযান পরিচালনা করে আসছি। আগামী ২ নভেম্বর পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

নোয়াখালীর হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ শিকার করায় ২৯ জেলেকে আটক করেছে মৎস্য অফিসের কর্মকর্তারা। এ সময় জালসহ দুটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
আজ রোববার সন্ধ্যায় আটক জেলেদের ২৭ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আটক জেলেদের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন ও লালমোহন উপজেলায়।
এর আগে আজ রোববার বিকেলে নিঝুম দ্বীপের দক্ষিণে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে এসব ট্রলার জব্দ করা হয়।
উপজেলা মৎস্য অফিস জানায়, প্রতিদিনের মতো উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী নেতৃত্বে নিঝুম দ্বীপ নৌ-পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় নদীতে মাছ শিকার করা অবস্থায় দুটি ট্রলার জব্দ করা হয়।
এ সময় ট্রলারে থাকা ২৯ জেলে সবাইকে আটক করে তমরদ্দি ঘাটে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী সবাইকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। জব্দ করা ট্রলার দুটি মৎস্য অফিসের অধীনে নিঝুম দ্বীপ ইউপি চেয়ারম্যানের জিম্মায় রেখে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
ইউএনও সুরাইয়া আক্তার লাকী জানান, আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ট্রলার দুটি নিঝুম দ্বীপ চেয়ারম্যানের কাছে জিম্মা দেওয়া হয়। ২ নভেম্বর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ছেড়ে দেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, ‘কিছু কিছু জেলে রাতে নদীতে মাছ শিকারে যায়। গত কয়েক দিন থেকে এ ধরনের সংবাদ আসছে। এ জন্য রাতে ও দিনে আমরা অভিযান পরিচালনা করে আসছি। আগামী ২ নভেম্বর পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে