হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় তমরুদ্দি লঞ্চঘাটে দুই নারী যাত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ঘাট ইজারাদারের বিরুদ্ধে। এ ঘটনায় আহতদের মধ্যে আকলিমা বেগম নামের একজন রোববার (২ মার্চ) সকালে হাতিয়া থানায় একটি অভিযোগ করেছেন।
আহত দুজন হলেন আকলিমা বেগম (৩৩) ও নাসিমা বেগম (৩০)। তাঁরা দুই বোন। বাড়ি তমরুদ্দি ইউনিয়নের আঠারোবেকি গ্রামে।
মামলার সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি অভিযোগকারী আকলিমা বেগম তাঁর বোনসহ ঢাকা থেকে হাতিয়ার তমরুদ্দি লঞ্চঘাটে আসেন। সকাল ৯টায় লঞ্চ থেকে নামার সময় তাঁদের সঙ্গে থাকা মালপত্রের অতিরিক্ত ভাড়া দাবি করে ইজারাদারের লোকজন। আকলিমা ও তাঁর বোন মালপত্রের অতিরিক্ত ভাড়া দাবির প্রতিবাদ করেন। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নিতে হলে সেই টাকার রসিদ দিতে হবে বলেন আকলিমা। এতে ইজারাদারের লোকজন ক্ষিপ্ত হয়ে আকলিমা ও তাঁর বোনকে বেদম মারপিট শুরু করে। এতে আকলিমা মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং তাঁর বোন নাসিমা পায়ে আঘাত পান।
এ সময় অভিযুক্তদের একজন আকলিমার গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। তাঁকে শ্লীলতাহানিরও চেষ্টা করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
এদিকে আহত অবস্থায় আকলিমা ও তাঁর বোনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক জানান, গুরুতর আহত আকলিমার মাথায় ৯টি সেলাই এবং নাসিমা নামের অন্য একজনের পায়ে তিনটি সেলাই দিতে হয়েছে।
মামলায় আসামি করা হয় ঘাটের ইজারাদার ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মাওলা কাজল, উপজেলা বিএনপির সহসভাপতি (বহিষ্কৃত) মোসলেহ উদ্দিন নিজাম ও যুগ্ম সাধারণ সম্পাদক (বহিষ্কার) আলমগীর কবিরকে।
জানা যায়, তমরুদ্দি লঞ্চঘাটের ইজারাদার হলেন গোলাম মাওলা কাজল। ৫ আগস্টের পর উপজেলা বিএনপির নেতা আলমগীর তাঁর নেতৃত্বে তমরুদ্দি ঘাটের সবকিছু দখল করে নেন। পরে ইজারাদার আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা কাজলের সঙ্গে বিএনপির নেতা আলমগীরের সমঝোতা হয়। এর পর থেকে আলমগীর ঘাটের দায়িত্ব এককভাবে নিয়ন্ত্রণ করে আসছেন। ঘাটের প্রতিদিনের আয় আলমগীর ও গোলাম মাওলা কাজলের প্রতিনিধিরা বসে ভাগ-বাঁটোয়ারা করে নেয়।
ঘাটে নারী যাত্রীকে মারপিটের বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘আকলিমা নামের একজন থানায় মামলা দিয়েছেন। আমরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

নোয়াখালীর হাতিয়ায় তমরুদ্দি লঞ্চঘাটে দুই নারী যাত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ঘাট ইজারাদারের বিরুদ্ধে। এ ঘটনায় আহতদের মধ্যে আকলিমা বেগম নামের একজন রোববার (২ মার্চ) সকালে হাতিয়া থানায় একটি অভিযোগ করেছেন।
আহত দুজন হলেন আকলিমা বেগম (৩৩) ও নাসিমা বেগম (৩০)। তাঁরা দুই বোন। বাড়ি তমরুদ্দি ইউনিয়নের আঠারোবেকি গ্রামে।
মামলার সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি অভিযোগকারী আকলিমা বেগম তাঁর বোনসহ ঢাকা থেকে হাতিয়ার তমরুদ্দি লঞ্চঘাটে আসেন। সকাল ৯টায় লঞ্চ থেকে নামার সময় তাঁদের সঙ্গে থাকা মালপত্রের অতিরিক্ত ভাড়া দাবি করে ইজারাদারের লোকজন। আকলিমা ও তাঁর বোন মালপত্রের অতিরিক্ত ভাড়া দাবির প্রতিবাদ করেন। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নিতে হলে সেই টাকার রসিদ দিতে হবে বলেন আকলিমা। এতে ইজারাদারের লোকজন ক্ষিপ্ত হয়ে আকলিমা ও তাঁর বোনকে বেদম মারপিট শুরু করে। এতে আকলিমা মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং তাঁর বোন নাসিমা পায়ে আঘাত পান।
এ সময় অভিযুক্তদের একজন আকলিমার গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। তাঁকে শ্লীলতাহানিরও চেষ্টা করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
এদিকে আহত অবস্থায় আকলিমা ও তাঁর বোনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক জানান, গুরুতর আহত আকলিমার মাথায় ৯টি সেলাই এবং নাসিমা নামের অন্য একজনের পায়ে তিনটি সেলাই দিতে হয়েছে।
মামলায় আসামি করা হয় ঘাটের ইজারাদার ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মাওলা কাজল, উপজেলা বিএনপির সহসভাপতি (বহিষ্কৃত) মোসলেহ উদ্দিন নিজাম ও যুগ্ম সাধারণ সম্পাদক (বহিষ্কার) আলমগীর কবিরকে।
জানা যায়, তমরুদ্দি লঞ্চঘাটের ইজারাদার হলেন গোলাম মাওলা কাজল। ৫ আগস্টের পর উপজেলা বিএনপির নেতা আলমগীর তাঁর নেতৃত্বে তমরুদ্দি ঘাটের সবকিছু দখল করে নেন। পরে ইজারাদার আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা কাজলের সঙ্গে বিএনপির নেতা আলমগীরের সমঝোতা হয়। এর পর থেকে আলমগীর ঘাটের দায়িত্ব এককভাবে নিয়ন্ত্রণ করে আসছেন। ঘাটের প্রতিদিনের আয় আলমগীর ও গোলাম মাওলা কাজলের প্রতিনিধিরা বসে ভাগ-বাঁটোয়ারা করে নেয়।
ঘাটে নারী যাত্রীকে মারপিটের বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘আকলিমা নামের একজন থানায় মামলা দিয়েছেন। আমরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে