Ajker Patrika

হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাটে নৌ চলাচল বন্ধ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাটে নৌ চলাচল বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালী হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট নৌরুটে সকল যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে প্রশাসন। আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেনের নির্দেশে সকল নৌ-চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

জানা যায়, ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে নদী উত্তাল। সকাল থেকে হাতিয়াতে বৃষ্টি হচ্ছে মুষলধারে। একদিকে বৃষ্টি, অন্যদিকে দমকা হাওয়ার কারণে নদী পারাপারে ঝুঁকি রয়েছে। তাই সকাল থেকে সাময়িকভাবে নৌ-চলাচল বন্ধ রাখা হয়েছে। 

নলচিরা ঘাটের ইজারাদার প্রতিনিধি ফাহিম উদ্দিন জানান, প্রশাসনের নির্দেশে সকাল থেকে যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে। প্রশাসন পুনরায় ঘোষণা দেওয়া ছাড়া সকল যাত্রী পারাপার বন্ধ থাকবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন জানান, হাতিয়াতে সকাল থেকে দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে। নদী উত্তাল। তাই যাত্রী পারাপার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে দুর্যোগ মোকাবিলায় সকল ইউনিয়নে যোগাযোগ রাখা হয়েছে। সকল মাছ ধরা ট্রলারকে নিরাপদে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সিপিডি স্বেচ্ছাসেবক টিমগুলোকে দুর্যোগ মোকাবিলায় তৈরি থাকতে বলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত