নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদরে জলাবদ্ধতা দূর করতে বড়পিট ও ভুলুয়া খালের ওপর গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার কালদরাপ, চরমটুয়া ও নোয়াখালী ইউনিয়নে এই অভিযান চালানো হয়। এ সময় খালের বিভিন্ন অংশে থাকা অবৈধ বাঁধ ও কয়েকটি সড়ক কেটে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর। এতে সেনাবাহিনী, আনসার, মৎস্য অফিস, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, বন বিভাগ, স্বেচ্ছাসেবী ও স্থানীয় লোকজন সহযোগিতা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্টের ভয়াবহ বন্যার পর তিন মাসের বেশি সময় ধরে জলাবদ্ধ ছিল সদর উপজেলার বেশির ভাগ এলাকা। এ বছর চলতি মাসের শুরুতে কয়েক দিনের টানা বৃষ্টিতে আবার পুরো উপজেলায় জলাবদ্ধতা দেখা দেয়। তা নিরসনে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।
জলাবদ্ধতার জন্য লোকজন খাল ও জলাশয়গুলোর অবৈধ দখলকে দায়ী করেন। তাঁদের অভিযোগ, বিভিন্ন স্থানে খাল দখল করে অবৈধ স্থাপনা ও বাঁধ নির্মাণ এবং জাল বসানোর কারণে পানি আটকে থেকে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর বলেন, ‘জলাবদ্ধতা দূর করতে বিভিন্ন খালের ওপর থাকা অবৈধ স্থাপনা ও বাঁধগুলো উচ্ছেদে আমরা অভিযান পরিচালনা করেছি। গত দুই দিনে বড়পিট ও ভুলুয়া খালের ওপর থাকা শতাধিক অবৈধ স্থাপনা, বাঁধ ও বাড়ির সড়ক কেটে উচ্ছেদ করেছি। ওই সব স্থান দিয়ে বর্তমানে দ্রুত পানি নেমে নোয়াখালী খাল হয়ে নদীতে যাচ্ছে। খালগুলো দখলমুক্ত করে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

নোয়াখালী সদরে জলাবদ্ধতা দূর করতে বড়পিট ও ভুলুয়া খালের ওপর গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার কালদরাপ, চরমটুয়া ও নোয়াখালী ইউনিয়নে এই অভিযান চালানো হয়। এ সময় খালের বিভিন্ন অংশে থাকা অবৈধ বাঁধ ও কয়েকটি সড়ক কেটে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর। এতে সেনাবাহিনী, আনসার, মৎস্য অফিস, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, বন বিভাগ, স্বেচ্ছাসেবী ও স্থানীয় লোকজন সহযোগিতা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্টের ভয়াবহ বন্যার পর তিন মাসের বেশি সময় ধরে জলাবদ্ধ ছিল সদর উপজেলার বেশির ভাগ এলাকা। এ বছর চলতি মাসের শুরুতে কয়েক দিনের টানা বৃষ্টিতে আবার পুরো উপজেলায় জলাবদ্ধতা দেখা দেয়। তা নিরসনে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।
জলাবদ্ধতার জন্য লোকজন খাল ও জলাশয়গুলোর অবৈধ দখলকে দায়ী করেন। তাঁদের অভিযোগ, বিভিন্ন স্থানে খাল দখল করে অবৈধ স্থাপনা ও বাঁধ নির্মাণ এবং জাল বসানোর কারণে পানি আটকে থেকে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর বলেন, ‘জলাবদ্ধতা দূর করতে বিভিন্ন খালের ওপর থাকা অবৈধ স্থাপনা ও বাঁধগুলো উচ্ছেদে আমরা অভিযান পরিচালনা করেছি। গত দুই দিনে বড়পিট ও ভুলুয়া খালের ওপর থাকা শতাধিক অবৈধ স্থাপনা, বাঁধ ও বাড়ির সড়ক কেটে উচ্ছেদ করেছি। ওই সব স্থান দিয়ে বর্তমানে দ্রুত পানি নেমে নোয়াখালী খাল হয়ে নদীতে যাচ্ছে। খালগুলো দখলমুক্ত করে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

ঢাকার কলোনি-আশুলিয়া মহাসড়কে চলন্ত বাসে এক নারী যাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাঙ্গাইল থেকে বাসের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
১৩ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীর উপশাখা থেকে অবৈধভাবে বালু তোলায় একজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে তিনটহরী ইউনিয়নের চেঙ্গুছড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা এই ভ্রাম্যমাণ আদালত
২৪ মিনিট আগে
মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতাকে মানসিক রোগী আখ্যায়িত করেছেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।
২৭ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মকছেদুল মোমিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক তাঁকে এই জরিমানা করেন।
৩১ মিনিট আগে