সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শ্রী শান্ত রায় (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ সময় তার মোবাইলের কভারে নিচে থাকা একটি চিরকুট পায় পুলিশ। সেখানে সে লিখে-‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়।’ চিরকুটটি ওই স্কুলশিক্ষার্থীর বলে নিশ্চিত করেছে পুলিশ।
আজ রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের উত্তর দিকে ওয়াপদা রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে তার দেহ দুই টুকরা হয়ে যায়।
শান্ত রায় বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলি এলাকার শ্রী সাগর রায়ের ছেলে। সে স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শান্ত রায় এবার নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করে। সে ২০২৩ সালে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। রোববার সকালে সে স্কুলে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আসে। স্কুল থেকে বের হয়ে সে উল্লেখিত এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল। এ সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন কাছাকাছি আসলে রেললাইনে ঝাঁপ দেয় সে। এতে ট্রেনে কাটা পড়ে তার দেহ দুই টুকরো হয়ে যায়।
শান্ত রায়ের বাবা সাগর রায় বলেন, ‘অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই সে স্কুলে আসে। বাড়িতে তার আত্মহত্যা করার মতো কোনো ঘটনাই ঘটেনি।’
সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা বলেন, ‘শান্ত অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। তার নামের মতোই সে শান্ত প্রকৃতির ছেলে। আজও স্কুলে এসেছিল। তাকে দেখে স্বাভাবিকই মনে হয়েছে। কিন্তু কি কারণে সে আত্মহত্যা করল তা আমার জানা নেই।’
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আযম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমারা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে মরদেহের প্যান্টের পকেটে রাখা মোবাইলের কভারের ভেতরে থেকে একটি চিরকুট উদ্ধার করি। চিরকুটে মোবাইল নম্বরসহ লেখা রয়েছে-‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়।’ আমি নিজে স্কুলে গিয়ে তার পরীক্ষার খাতার সঙ্গে চিরকুটের লেখা মিলিয়ে দেখেছি। আমার মনে হয়েছে এটি তার হাতেই লেখা।’
ওসি আরও বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরিবারের কেউ অভিযোগ করেননি। তবে রেলওয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।’

নীলফামারীর সৈয়দপুরে চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শ্রী শান্ত রায় (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ সময় তার মোবাইলের কভারে নিচে থাকা একটি চিরকুট পায় পুলিশ। সেখানে সে লিখে-‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়।’ চিরকুটটি ওই স্কুলশিক্ষার্থীর বলে নিশ্চিত করেছে পুলিশ।
আজ রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের উত্তর দিকে ওয়াপদা রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে তার দেহ দুই টুকরা হয়ে যায়।
শান্ত রায় বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলি এলাকার শ্রী সাগর রায়ের ছেলে। সে স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শান্ত রায় এবার নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করে। সে ২০২৩ সালে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। রোববার সকালে সে স্কুলে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আসে। স্কুল থেকে বের হয়ে সে উল্লেখিত এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল। এ সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন কাছাকাছি আসলে রেললাইনে ঝাঁপ দেয় সে। এতে ট্রেনে কাটা পড়ে তার দেহ দুই টুকরো হয়ে যায়।
শান্ত রায়ের বাবা সাগর রায় বলেন, ‘অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই সে স্কুলে আসে। বাড়িতে তার আত্মহত্যা করার মতো কোনো ঘটনাই ঘটেনি।’
সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা বলেন, ‘শান্ত অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। তার নামের মতোই সে শান্ত প্রকৃতির ছেলে। আজও স্কুলে এসেছিল। তাকে দেখে স্বাভাবিকই মনে হয়েছে। কিন্তু কি কারণে সে আত্মহত্যা করল তা আমার জানা নেই।’
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আযম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমারা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে মরদেহের প্যান্টের পকেটে রাখা মোবাইলের কভারের ভেতরে থেকে একটি চিরকুট উদ্ধার করি। চিরকুটে মোবাইল নম্বরসহ লেখা রয়েছে-‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়।’ আমি নিজে স্কুলে গিয়ে তার পরীক্ষার খাতার সঙ্গে চিরকুটের লেখা মিলিয়ে দেখেছি। আমার মনে হয়েছে এটি তার হাতেই লেখা।’
ওসি আরও বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরিবারের কেউ অভিযোগ করেননি। তবে রেলওয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।’

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১৬ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
১৫ জানুয়ারি ২০২৬ তারিখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা চান, ওই সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫-এর হালনাগাদ করা খসড়ার অনুমোদন দেওয়া হোক এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হোক।
৩৩ মিনিট আগে