নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

বন্ধুর বাড়িতে বেড়াতে নিয়ে নীলফামারীর সৈয়দপুরে কথিত প্রেমিকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে দুজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–ভুক্তভোগীর কথিত প্রেমিক (১৭) ও তার বন্ধু মো. সাকিব (১৮)। তারা উভয়েই সৈয়দপুর শহরের বাসিন্দা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা দায়ের পরপরই পুলিশ আসামিদের গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’
মামলার অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী পার্শ্ববর্তী দিনাজপুর জেলার পার্বতীপুর শহরের বাসিন্দা। এক বছর আগে চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে সৈয়দপুরে আসলে অভিযুক্তের (প্রেমিক) সঙ্গে পরিচয় হয়। সেই সুবাদে প্রথমে মোবাইল ফোনে কথা এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত ১১ জানুয়ারি দেখা করার জন্য ভুক্তভোগীকে সৈয়দপুরে আসতে বলেন অভিযুক্ত।
ভুক্তভোগী সৈয়দপুরে এলে ওই দিন দুপুরে কৌশলে অভিযুক্ত বন্ধু সাকিবের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কোনো লোক না থাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জোর পূর্বক তাকে ধর্ষণ করে।
পরে আবার শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিলে রাজি না হওয়ায় বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাতে থাকে এবং আসার জন্য চাপ দেয়। এতে ভুক্তভোগী ভীত হয়ে গত সোমবার এলে ওই বাড়িতে একই কায়দায় ধর্ষণ করে। এ সময় অভিযুক্ত কৌশলে মোবাইল ফোনে নগ্ন ভিডিও ধারণ করে।
পরে ভুক্তভোগীকে ঘটনার বিষয়ে কাউকে জানালে নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং বড় ধরনের ক্ষতির হুমকি প্রদর্শন করে। এতে ভুক্তভোগী মানসিকভাবে ভেঙে পড়ে এবং বিষয়টি তার পরিবারকে জানায়। বুধবার তার মা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

বন্ধুর বাড়িতে বেড়াতে নিয়ে নীলফামারীর সৈয়দপুরে কথিত প্রেমিকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে দুজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–ভুক্তভোগীর কথিত প্রেমিক (১৭) ও তার বন্ধু মো. সাকিব (১৮)। তারা উভয়েই সৈয়দপুর শহরের বাসিন্দা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা দায়ের পরপরই পুলিশ আসামিদের গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’
মামলার অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী পার্শ্ববর্তী দিনাজপুর জেলার পার্বতীপুর শহরের বাসিন্দা। এক বছর আগে চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে সৈয়দপুরে আসলে অভিযুক্তের (প্রেমিক) সঙ্গে পরিচয় হয়। সেই সুবাদে প্রথমে মোবাইল ফোনে কথা এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত ১১ জানুয়ারি দেখা করার জন্য ভুক্তভোগীকে সৈয়দপুরে আসতে বলেন অভিযুক্ত।
ভুক্তভোগী সৈয়দপুরে এলে ওই দিন দুপুরে কৌশলে অভিযুক্ত বন্ধু সাকিবের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কোনো লোক না থাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জোর পূর্বক তাকে ধর্ষণ করে।
পরে আবার শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিলে রাজি না হওয়ায় বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাতে থাকে এবং আসার জন্য চাপ দেয়। এতে ভুক্তভোগী ভীত হয়ে গত সোমবার এলে ওই বাড়িতে একই কায়দায় ধর্ষণ করে। এ সময় অভিযুক্ত কৌশলে মোবাইল ফোনে নগ্ন ভিডিও ধারণ করে।
পরে ভুক্তভোগীকে ঘটনার বিষয়ে কাউকে জানালে নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং বড় ধরনের ক্ষতির হুমকি প্রদর্শন করে। এতে ভুক্তভোগী মানসিকভাবে ভেঙে পড়ে এবং বিষয়টি তার পরিবারকে জানায়। বুধবার তার মা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
২২ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
৩৫ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪২ মিনিট আগে