Ajker Patrika

দুর্গাপুরে হদি সম্প্রদায়ের ‘গাঁওবর্ত উৎসব’

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৩: ১৮
দুর্গাপুরে হদি সম্প্রদায়ের ‘গাঁওবর্ত উৎসব’

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে হদি সম্প্রদায়ের গাঁওবর্ত উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বিকেলে একাডেমির হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আলোচনা সভায় কালচারাল একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজংয়ের সভাপতিত্বে ও একাডেমির নৃত্য শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহনাজ সামাদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব (পরিমেয় ঐতিহ্য শাখা) নিলুফার ইয়াসমিন, সোহরাব হোসেন তালুকদার, আব্দুল আজিজ, লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়ুব, ডন বস্কো কলেজের অধ্যক্ষ রুমন রাংসা, বাংলাদেশ হদি কল্যাণ পরিষদের সভাপতি লিটন দেব সেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির সদস্য সমীরণ কুমার সিংহ, সন্ধ্যারানী হাজং, কবি ক্রসওয়েল খকসী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, হদি সম্প্রদায়ের মানুষের ভাষাসহ তাদের কৃষ্টি-কালচার প্রায় হারিয়ে যাচ্ছে। হারিয়ে যেতে বসা তাদের কৃষ্টি-কালচার ধরে রাখতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে। এ কাজে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

দুর্গাপুরে হদি সম্প্রদায়ের ‘গাঁওবর্ত উৎসব’। ছবি: আজকের পত্রিকাহদি সম্প্রদায় সূত্রে জানা গেছে, গাঁওবর্ত হলো হদি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী আদি ধর্মবিশ্বাস। গাঁও অর্থ সমাজ আর বর্ত হলো পূজা। সমাজকে বিশুদ্ধকরণের মাধ্যমে মানুষের রোগ ও বিপদ থেকে মুক্তির জন্য গাঁওবর্ত দেবতার পূজা করা হয়।

আলোচনা শেষে সন্ধ্যায় একাডেমি শিল্পী ও শেরপুর থেকে আসা হদি সম্প্রদায়ের শিল্পীরা দলীয় নৃত্য, গান ও কীর্তন পরিবেশন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত