দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরের বাসিন্দা সুরেশ চন্দ্র দাস (৭০) ও বেলি রানী দাস (৬০) দম্পতির চার ছেলে। এর মধ্যে তিনজন কৌশলে বাবার কাছ থেকে সম্পত্তি নিজেদের নামে লিখে নেন। এর পর থেকে বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন তাঁরা। এমনকি প্রায়ই তাঁদের না খেয়ে থাকতে হতো। একপর্যায়ে ছেলের এক বউ চুরির অপবাদ দিলে তাঁরা বাড়ি ছেড়ে চলে যান। এক মাস ধরে তাঁরা নদীর ধারে একটি ঝুপড়ি ঘর তুলে ভিক্ষা করে দিন যাপন করছেন।
খবর পেয়ে আজ রোববার সরেজমিন গেলে বৃদ্ধ দম্পতির কষ্টে জীবনযাপনের দৃশ্য চোখে পড়ে। বৃদ্ধ দম্পতি দুর্গাপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাধুপাড়া এলাকার বাসিন্দা।
বৃদ্ধা বেলি রানী দাস বলেন, তাঁর স্বামী একজন সহজ-সরল মানুষ। সেই সুযোগ নিয়ে কৌশলে তিন ছেলে শ্যামল, সাগর ও সজল শেষ সম্বল ২০ শতাংশ জমির ১৮ শতাংশ তাঁদের নামে লিখে নিয়েছেন। বড় ছেলে পরিমল বাবার মতোই সরল, তাঁকে কিছুই দেয়নি। সম্পত্তি নেওয়ার পর তাঁদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করা হয়। প্রায়ই তাঁদের না খাইয়ে রাখা হয়।
বেলি রানী বলেন, পেটের তাগিদে দুজনকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করেও খাবার জোগাতে হয়েছে। এরপর একদিন ছেলের বউ টাকা চুরির অপবাদ দেয়। পরে ঘর থেকে লাথি মেরে তাঁদের বের করে দেওয়ার কথা বলে। এসব কষ্ট সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে এখন বাড়ির সামনে নদীর পাড়ে শাড়ি কাপড় আর টিনের তৈরি ছোট্ট একটি ঘরে বসবাস করছেন।
কান্নাজড়িত কণ্ঠে বেলি রানী দাস বলেন, ‘তারার ঘরো রাইখা আমারে কয়েক দিন ভাতও দিছে না। রান্না কইরা তারা খাইয়া গেছেগা। পরে আমি নিজে নিজে লইয়া খাইছি। কয়েক দিন পরে ঝগড়া লাইগা ছেলের বউ আমারে লাত্তিয়া ঘরতে বাইর কইরা আর আমারে কয় আমি তারার ঘরের এইটা-ওইটা চুরি কইরা লাই। তারার ঘরো টাকা রাখলে টাকা থাহে না। পরে আমি কইছি, এহন ২০০ টাকা নাই। আরেক দিন কইবো তারার দরজা খোলা আছিন ৫ লাখ টাকা নাই, আমি চুরি করছি। তাই এই লজ্জায় বাড়ি ছাইড়া এইনে এই ঘরো থাকতাছি।’
বৃদ্ধ সুরেশ চন্দ্র দাস বলেন, তিন ছেলে চাইলে তিনি টিপসই দিয়ে দেন। এরপর তিন ছেলে মিলে যা শিখিয়েছে, তাই বলেছেন। এভাবেই যে সম্পত্তি তারা নিজেদের নামে লিখে নিয়েছে, তিনি বুঝতে পারেননি।
বড় ছেলে পরিমল চন্দ্র দাস বলেন, তিন ভাই বাবার সব জায়গা তাদের নামে লিখে নেওয়ার প্রায় এক বছর পর তিনি জানতে পেরেছেন। পরবর্তী সময়ে সালিসে তিন ভাই মিলে ওই জায়গা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও তারা ফেরত দেয়নি।
তবে দ্বিতীয় ছেলে শ্যামল চন্দ্র দাস অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বাবা নিজের ইচ্ছায় আমাদের নামে জমি লিখে দিয়েছেন। আর আমরা তাঁদের বাড়িছাড়া করিনি। আমি প্রতি মাসে টাকাও দিচ্ছি।’ তাঁরই বউয়ের টাকা চুরির অপবাদের বিষয়ে জানতে চাইলে তিনি প্রসঙ্গ এড়িয়ে যান।
স্থানীয় বাসিন্দা জীবেশ বলেন, ‘শাশুড়ির সঙ্গে প্রায়ই বউদের ঝগড়া হতো। ছেলেরা বাবার কাছ থেকে সম্পত্তি লিখে নিছে, এ বিষয়টা আমি কিছুদিন ধরে শুনতেছি। বৃদ্ধ বাবা-মা এখন মানবেতর জীবনযাপন করছে।’
স্থানীয় আরেক বাসিন্দা পলু বলেন, ‘ছেলেরা কর্মজীবী। তারা ইচ্ছা করলেই বাবা-মায়ের ভরণপোষণের দায়িত্ব নিতে পারে। এক ভাইকে সম্পত্তি না দিয়ে তিন ভাই বাবার কাছ থেকে সম্পত্তি লিখে নিছে বলে শুনেছি।’
এ প্রসঙ্গে স্থানীয় পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল আকরাম খান বলেন, ‘তিন ছেলে মিলে তাদের বাবার সম্পত্তি নিজেদের নামে লিখে নেওয়ার ঘটনাটি সত্যি। আমি তিন ছেলেকে অনেকবার বলেছি, কিন্তু তারা কিছুই শোনেনি। ছোট দুই ছেলে খুবই খারাপ। বড় দুজন বাবা-মাকে দেখাশোনার কিছুটা চেষ্টা করে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

নেত্রকোনার দুর্গাপুরের বাসিন্দা সুরেশ চন্দ্র দাস (৭০) ও বেলি রানী দাস (৬০) দম্পতির চার ছেলে। এর মধ্যে তিনজন কৌশলে বাবার কাছ থেকে সম্পত্তি নিজেদের নামে লিখে নেন। এর পর থেকে বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন তাঁরা। এমনকি প্রায়ই তাঁদের না খেয়ে থাকতে হতো। একপর্যায়ে ছেলের এক বউ চুরির অপবাদ দিলে তাঁরা বাড়ি ছেড়ে চলে যান। এক মাস ধরে তাঁরা নদীর ধারে একটি ঝুপড়ি ঘর তুলে ভিক্ষা করে দিন যাপন করছেন।
খবর পেয়ে আজ রোববার সরেজমিন গেলে বৃদ্ধ দম্পতির কষ্টে জীবনযাপনের দৃশ্য চোখে পড়ে। বৃদ্ধ দম্পতি দুর্গাপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাধুপাড়া এলাকার বাসিন্দা।
বৃদ্ধা বেলি রানী দাস বলেন, তাঁর স্বামী একজন সহজ-সরল মানুষ। সেই সুযোগ নিয়ে কৌশলে তিন ছেলে শ্যামল, সাগর ও সজল শেষ সম্বল ২০ শতাংশ জমির ১৮ শতাংশ তাঁদের নামে লিখে নিয়েছেন। বড় ছেলে পরিমল বাবার মতোই সরল, তাঁকে কিছুই দেয়নি। সম্পত্তি নেওয়ার পর তাঁদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করা হয়। প্রায়ই তাঁদের না খাইয়ে রাখা হয়।
বেলি রানী বলেন, পেটের তাগিদে দুজনকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করেও খাবার জোগাতে হয়েছে। এরপর একদিন ছেলের বউ টাকা চুরির অপবাদ দেয়। পরে ঘর থেকে লাথি মেরে তাঁদের বের করে দেওয়ার কথা বলে। এসব কষ্ট সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে এখন বাড়ির সামনে নদীর পাড়ে শাড়ি কাপড় আর টিনের তৈরি ছোট্ট একটি ঘরে বসবাস করছেন।
কান্নাজড়িত কণ্ঠে বেলি রানী দাস বলেন, ‘তারার ঘরো রাইখা আমারে কয়েক দিন ভাতও দিছে না। রান্না কইরা তারা খাইয়া গেছেগা। পরে আমি নিজে নিজে লইয়া খাইছি। কয়েক দিন পরে ঝগড়া লাইগা ছেলের বউ আমারে লাত্তিয়া ঘরতে বাইর কইরা আর আমারে কয় আমি তারার ঘরের এইটা-ওইটা চুরি কইরা লাই। তারার ঘরো টাকা রাখলে টাকা থাহে না। পরে আমি কইছি, এহন ২০০ টাকা নাই। আরেক দিন কইবো তারার দরজা খোলা আছিন ৫ লাখ টাকা নাই, আমি চুরি করছি। তাই এই লজ্জায় বাড়ি ছাইড়া এইনে এই ঘরো থাকতাছি।’
বৃদ্ধ সুরেশ চন্দ্র দাস বলেন, তিন ছেলে চাইলে তিনি টিপসই দিয়ে দেন। এরপর তিন ছেলে মিলে যা শিখিয়েছে, তাই বলেছেন। এভাবেই যে সম্পত্তি তারা নিজেদের নামে লিখে নিয়েছে, তিনি বুঝতে পারেননি।
বড় ছেলে পরিমল চন্দ্র দাস বলেন, তিন ভাই বাবার সব জায়গা তাদের নামে লিখে নেওয়ার প্রায় এক বছর পর তিনি জানতে পেরেছেন। পরবর্তী সময়ে সালিসে তিন ভাই মিলে ওই জায়গা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও তারা ফেরত দেয়নি।
তবে দ্বিতীয় ছেলে শ্যামল চন্দ্র দাস অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বাবা নিজের ইচ্ছায় আমাদের নামে জমি লিখে দিয়েছেন। আর আমরা তাঁদের বাড়িছাড়া করিনি। আমি প্রতি মাসে টাকাও দিচ্ছি।’ তাঁরই বউয়ের টাকা চুরির অপবাদের বিষয়ে জানতে চাইলে তিনি প্রসঙ্গ এড়িয়ে যান।
স্থানীয় বাসিন্দা জীবেশ বলেন, ‘শাশুড়ির সঙ্গে প্রায়ই বউদের ঝগড়া হতো। ছেলেরা বাবার কাছ থেকে সম্পত্তি লিখে নিছে, এ বিষয়টা আমি কিছুদিন ধরে শুনতেছি। বৃদ্ধ বাবা-মা এখন মানবেতর জীবনযাপন করছে।’
স্থানীয় আরেক বাসিন্দা পলু বলেন, ‘ছেলেরা কর্মজীবী। তারা ইচ্ছা করলেই বাবা-মায়ের ভরণপোষণের দায়িত্ব নিতে পারে। এক ভাইকে সম্পত্তি না দিয়ে তিন ভাই বাবার কাছ থেকে সম্পত্তি লিখে নিছে বলে শুনেছি।’
এ প্রসঙ্গে স্থানীয় পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল আকরাম খান বলেন, ‘তিন ছেলে মিলে তাদের বাবার সম্পত্তি নিজেদের নামে লিখে নেওয়ার ঘটনাটি সত্যি। আমি তিন ছেলেকে অনেকবার বলেছি, কিন্তু তারা কিছুই শোনেনি। ছোট দুই ছেলে খুবই খারাপ। বড় দুজন বাবা-মাকে দেখাশোনার কিছুটা চেষ্টা করে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে