পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ব্যবসায়ী আব্দুল আজিজ (৪৫) হত্যার ঘটনায় তাঁর ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার আজিজের ছেলে বিপ্লব (১৯) এবং গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর সহযোগী বিজয় কর্মকার (১৯), মো. তরিকুল ইসলাম (১৮) ও মো. আজহার মিয়াকে (৩৫) গ্রেপ্তার করে র্যাব।
এর আগে গত ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মানিকদি গ্রামের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যবসায়ী আব্দুল আজিজ ওই গ্রামের তালেব হোসেনের ছেলে। তিনি স্থানীয় শ্যামগঞ্জ বাজারে পোলট্রি খাদ্যের ব্যবসা করতেন।
র্যাব জানায়, নিহত ব্যবসায়ীর ছেলে বিপ্লব মাদকাসক্ত। এ কারণে তাঁর বাবা তাঁকে তিরস্কার ও গালমন্দ করতেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে বাবাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা মতো ভাড়াটিয়া হত্যাকারীদের নগদ ২০ হাজার টাকা ও দুটি চাইনিজ কুড়াল কেনার জন্য ১৫ হাজার টাকা দেন ছেলে বিপ্লব।
ঘটনার দিন রাতে বাবা ও ছেলে একসঙ্গে বাসায় ফেরেন। এর কিছুক্ষণ পর ছেলে বাইরে যান। এর কিছু সময় পর আজিজের মোবাইলে কল আসে। এতে তাঁর ছেলে বিপ্লবকে পুলিশ ধরেছে বলে তাঁকে জানানো হয়। খবরে পেয়ে ছেলেকে ছাড়িয়ে আনতে বের হন আজিজ। ঘটনাস্থলে পৌঁছালে কিছু বুঝে ওঠার আগেই ছেলে বিপ্লব ও আজাহার পেছন দিক থেকে তাঁর হাত ধরেন এবং অন্যরা গলায় গামছা পেঁচিয়ে ধরেন। পরে চাইনিজ কুড়াল দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যান। এ সময় পাশের একটি পুকুরে কুড়াল দুটি ফেলে দেন তাঁরা। পরে ঘটনা ধামাচাপা দিতে বিপ্লব নিজেই বাবাকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন বিপ্লব।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বকুল বেগম পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে ছেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ছেলে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক অন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়।

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ব্যবসায়ী আব্দুল আজিজ (৪৫) হত্যার ঘটনায় তাঁর ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার আজিজের ছেলে বিপ্লব (১৯) এবং গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর সহযোগী বিজয় কর্মকার (১৯), মো. তরিকুল ইসলাম (১৮) ও মো. আজহার মিয়াকে (৩৫) গ্রেপ্তার করে র্যাব।
এর আগে গত ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মানিকদি গ্রামের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যবসায়ী আব্দুল আজিজ ওই গ্রামের তালেব হোসেনের ছেলে। তিনি স্থানীয় শ্যামগঞ্জ বাজারে পোলট্রি খাদ্যের ব্যবসা করতেন।
র্যাব জানায়, নিহত ব্যবসায়ীর ছেলে বিপ্লব মাদকাসক্ত। এ কারণে তাঁর বাবা তাঁকে তিরস্কার ও গালমন্দ করতেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে বাবাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা মতো ভাড়াটিয়া হত্যাকারীদের নগদ ২০ হাজার টাকা ও দুটি চাইনিজ কুড়াল কেনার জন্য ১৫ হাজার টাকা দেন ছেলে বিপ্লব।
ঘটনার দিন রাতে বাবা ও ছেলে একসঙ্গে বাসায় ফেরেন। এর কিছুক্ষণ পর ছেলে বাইরে যান। এর কিছু সময় পর আজিজের মোবাইলে কল আসে। এতে তাঁর ছেলে বিপ্লবকে পুলিশ ধরেছে বলে তাঁকে জানানো হয়। খবরে পেয়ে ছেলেকে ছাড়িয়ে আনতে বের হন আজিজ। ঘটনাস্থলে পৌঁছালে কিছু বুঝে ওঠার আগেই ছেলে বিপ্লব ও আজাহার পেছন দিক থেকে তাঁর হাত ধরেন এবং অন্যরা গলায় গামছা পেঁচিয়ে ধরেন। পরে চাইনিজ কুড়াল দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যান। এ সময় পাশের একটি পুকুরে কুড়াল দুটি ফেলে দেন তাঁরা। পরে ঘটনা ধামাচাপা দিতে বিপ্লব নিজেই বাবাকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন বিপ্লব।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বকুল বেগম পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে ছেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ছেলে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক অন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে