নেত্রকোনা প্রতিনিধি

বৃষ্টি না হওয়ায় নেত্রকোনার সব কটি নদ-নদীর পানি কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার কলমাকান্দার উব্দাখালী নদীর পানি সন্ধ্যা ৬টা পর্যন্ত বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সব নদ-নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পায়।
এদিকে বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা ও উপজেলা প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোলরুম।
গতকাল সোমবার বিকেল থেকে আজ (মঙ্গলবার) সন্ধ্যা পর্যন্ত জেলার কোথায়ও বৃষ্টিপাত হয়নি। এতে জেলার সব কটি নদ-নদীর পানি কমেছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও বাড়ির সামনে থেকেও পানি নেমে যেতে শুরু করেছে। আজ সারা দিন রোদ থাকায় রাস্তাঘাট ও বাড়ির সামনে জমে থাকা বৃষ্টির পানিও কমতে দেখা গেছে।
এ ছাড়া জেলার মহাদেও, বৈঠাখালী, মঙ্গলেশ্বরী, গুমাই, গণেশ্বরী, সোমেশ্বরী, কংস, ধনুসহ অন্যান্য নদ-নদীর পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে বইছে।
জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার কোথায়ও বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে। এর মধ্যে উব্দাখালী নদীর পানি আজ (মঙ্গলবার) সকাল ৬টা ও ৯টায় বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে এবং সন্ধ্যা ৬টায় ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আগামী ২৪ ঘণ্টায় পানি বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে পাউব।
জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান আজকের পত্রিকা বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন নদ-নদীর পানি বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি না থাকলে পানি কমবে।’

বৃষ্টি না হওয়ায় নেত্রকোনার সব কটি নদ-নদীর পানি কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার কলমাকান্দার উব্দাখালী নদীর পানি সন্ধ্যা ৬টা পর্যন্ত বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সব নদ-নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পায়।
এদিকে বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা ও উপজেলা প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোলরুম।
গতকাল সোমবার বিকেল থেকে আজ (মঙ্গলবার) সন্ধ্যা পর্যন্ত জেলার কোথায়ও বৃষ্টিপাত হয়নি। এতে জেলার সব কটি নদ-নদীর পানি কমেছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও বাড়ির সামনে থেকেও পানি নেমে যেতে শুরু করেছে। আজ সারা দিন রোদ থাকায় রাস্তাঘাট ও বাড়ির সামনে জমে থাকা বৃষ্টির পানিও কমতে দেখা গেছে।
এ ছাড়া জেলার মহাদেও, বৈঠাখালী, মঙ্গলেশ্বরী, গুমাই, গণেশ্বরী, সোমেশ্বরী, কংস, ধনুসহ অন্যান্য নদ-নদীর পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে বইছে।
জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার কোথায়ও বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে। এর মধ্যে উব্দাখালী নদীর পানি আজ (মঙ্গলবার) সকাল ৬টা ও ৯টায় বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে এবং সন্ধ্যা ৬টায় ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আগামী ২৪ ঘণ্টায় পানি বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে পাউব।
জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান আজকের পত্রিকা বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন নদ-নদীর পানি বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি না থাকলে পানি কমবে।’

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১৩ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১৭ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৪১ মিনিট আগে