নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘আমরাই সেরা’ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)। আজ রোববার সকালে রাজশাহীর নগর ভবনের হলরুমে ‘আধুনিক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় মিডিয়ার ভূমিকাই প্রধান’ এ বিষয়ে বিতর্কের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বেতার, রাজশাহী আয়োজিত এ প্রতিযোগিতায় রানার আপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর। তিনি বিতার্কিকদের উদ্দেশে বলেন, ‘তোমরা অনেক ভালো করেছ। তবে কিছু জায়গায় তোমাদের সামান্য ঘাটতি রয়েছে। বাচনভঙ্গি ও বিপক্ষ দলকে প্রশ্ন করার কৌশলসহ তথ্যনির্ভর বক্তব্য প্রদানে তোমাদের আরও দক্ষ হতে হবে। এ বিষয়গুলোতে আরও ভালো করে তোমাদের সামনে এগিয়ে যেতে হবে। জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে আনতে হবে এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করতে হবে।’
বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘কোনো দেশের গণমাধ্যম যদি জবাবদিহিমূলক হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, তাহলে ওই দেশে দুর্ভিক্ষ থাকবে না। এই মুহূর্তে আমাদের দেশে রাষ্ট্র সংস্কার চলছে এবং ১০টি সংস্কার কমিশন গঠিত হয়েছে। সরকারের প্রভাবমুক্ত একটি শক্তিশালী গণমাধ্যম গঠন করতে হবে।’
অনুষ্ঠানে বাউয়েট উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক মো. হাসান আখতার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কণক বক্তব্য দেন। বিতর্কটিতে মডারেটরের দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতার রাজশাহীর উপ-আঞ্চলিক পরিচালক মুহাম্মদ মনিরুল হাসান। শ্রোতা হিসেবে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চূড়ান্ত বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন রাবির বিতার্কিক মো. সিফাত হোসাইন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার আপ উভয় দলের হাতে ক্রেস্ট এবং সনদ তুলে দেওয়া হয়। এ বছরের ১ আগস্ট শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ১৬টি দল অংশ নেয়।

রাজশাহীতে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘আমরাই সেরা’ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)। আজ রোববার সকালে রাজশাহীর নগর ভবনের হলরুমে ‘আধুনিক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় মিডিয়ার ভূমিকাই প্রধান’ এ বিষয়ে বিতর্কের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বেতার, রাজশাহী আয়োজিত এ প্রতিযোগিতায় রানার আপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর। তিনি বিতার্কিকদের উদ্দেশে বলেন, ‘তোমরা অনেক ভালো করেছ। তবে কিছু জায়গায় তোমাদের সামান্য ঘাটতি রয়েছে। বাচনভঙ্গি ও বিপক্ষ দলকে প্রশ্ন করার কৌশলসহ তথ্যনির্ভর বক্তব্য প্রদানে তোমাদের আরও দক্ষ হতে হবে। এ বিষয়গুলোতে আরও ভালো করে তোমাদের সামনে এগিয়ে যেতে হবে। জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে আনতে হবে এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করতে হবে।’
বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘কোনো দেশের গণমাধ্যম যদি জবাবদিহিমূলক হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, তাহলে ওই দেশে দুর্ভিক্ষ থাকবে না। এই মুহূর্তে আমাদের দেশে রাষ্ট্র সংস্কার চলছে এবং ১০টি সংস্কার কমিশন গঠিত হয়েছে। সরকারের প্রভাবমুক্ত একটি শক্তিশালী গণমাধ্যম গঠন করতে হবে।’
অনুষ্ঠানে বাউয়েট উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক মো. হাসান আখতার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কণক বক্তব্য দেন। বিতর্কটিতে মডারেটরের দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতার রাজশাহীর উপ-আঞ্চলিক পরিচালক মুহাম্মদ মনিরুল হাসান। শ্রোতা হিসেবে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চূড়ান্ত বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন রাবির বিতার্কিক মো. সিফাত হোসাইন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার আপ উভয় দলের হাতে ক্রেস্ট এবং সনদ তুলে দেওয়া হয়। এ বছরের ১ আগস্ট শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ১৬টি দল অংশ নেয়।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে