নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় যুবলীগের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। গতকাল বুধবার রাতে ফাগুয়ারদিয়ার ইউনিয়নের পাঁচুরিয়া মোড়ে এই হামলার ঘটনা ঘটে। এতে তাঁর এক হাত ও পা ভেঙে গেছে।
আহত যুবলীগ কর্মীর নাম রুহুল আমিন রুবেল (৩৫)। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অভিযোগ, হামলায় অভিযুক্ত বিএনপি কর্মীরা প্রয়াত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিএনপি নেতা ফজলুর রহমান পটলের অনুসারী।
হাসপাতালে চিকিৎসাধীন রুহুল আমিন রুবেল জানান, গতকাল বুধবার রাত ৯টার দিকে তিনি মোটরসাইকেলে করে টুনিপাড়ার দিকে যাচ্ছিলেন। স্থানীয় কমিউনিটি ক্লিনিকের কাছে পৌঁছালে তাঁর মোটরসাইকের সামনে হঠাৎ একটি ব্যাটারিচালিত ভ্যান ঠেলে দেন অজ্ঞাত কয়েকজন। যার নেতৃত্বে ছিলেন বিএনপি কর্মী হায়দার। এ সময় শাহাব, সাইফুল, মতিন, মিরাজ, কালু, আমিরুল, মকছেদ, দুলু তাঁকে ঘিরে ধরে মারধর শুরু করে।
রুবেলের দাবি, তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর ঘাড় ও বাম পায়ে আঘাত করে এবং লাঠি দিয়ে পেটায়। তিনি পাশের একটি ডোবায় লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা টর্চ জ্বালিয়ে ইট ও গাছের ডাল দিয়ে তাকে আঘাত করে। পরে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে তারা চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ভর্তি করেন।
আহত রুবেল আরও বলেন, ‘গত ৭ জানুয়ারি নির্বাচনে এ আসনে (নাটোর-১) নৌকা পরাজিত হলে বিএনপির এই কর্মীরাই তার বাড়িতে তিন বার হামলা করে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আবারও হামলা করেন তারা। সেদিন থেকে দিনে বাড়িতে থাকতে পারতাম না। কিছুদিন আগে থেকে রাতে বাড়িতে ফিরতাম ভোরে চলে যেতাম। টের পেয়ে বিএনপির লোকজন এ হামলা করল।’
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মো. আব্দুর রাকিব জানান, রুবেলের বাম পায়ে ছুরির আঘাতে ক্ষত সৃষ্টি হয়েছে এবং মারধরের কারণে পা ও বাম হাতের দুটি হাড় ভেঙে গেছে।
বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু হামলার জন্য বিএনপি কর্মীদের দায়ী করে জড়িতদের গ্রেপ্তারে দাবি জানান।
উপজেলা বিএনপির সদস্যসচিব হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
নাটোর জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ বলেন, বিএনপি কর্মীরা হামলার সঙ্গে জড়িত নয়। এটি আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধের কারণে ঘটতে পারে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক জানান, ঘটনাটি শুনেছেন, তবে এখনো কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় যুবলীগের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। গতকাল বুধবার রাতে ফাগুয়ারদিয়ার ইউনিয়নের পাঁচুরিয়া মোড়ে এই হামলার ঘটনা ঘটে। এতে তাঁর এক হাত ও পা ভেঙে গেছে।
আহত যুবলীগ কর্মীর নাম রুহুল আমিন রুবেল (৩৫)। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অভিযোগ, হামলায় অভিযুক্ত বিএনপি কর্মীরা প্রয়াত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিএনপি নেতা ফজলুর রহমান পটলের অনুসারী।
হাসপাতালে চিকিৎসাধীন রুহুল আমিন রুবেল জানান, গতকাল বুধবার রাত ৯টার দিকে তিনি মোটরসাইকেলে করে টুনিপাড়ার দিকে যাচ্ছিলেন। স্থানীয় কমিউনিটি ক্লিনিকের কাছে পৌঁছালে তাঁর মোটরসাইকের সামনে হঠাৎ একটি ব্যাটারিচালিত ভ্যান ঠেলে দেন অজ্ঞাত কয়েকজন। যার নেতৃত্বে ছিলেন বিএনপি কর্মী হায়দার। এ সময় শাহাব, সাইফুল, মতিন, মিরাজ, কালু, আমিরুল, মকছেদ, দুলু তাঁকে ঘিরে ধরে মারধর শুরু করে।
রুবেলের দাবি, তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর ঘাড় ও বাম পায়ে আঘাত করে এবং লাঠি দিয়ে পেটায়। তিনি পাশের একটি ডোবায় লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা টর্চ জ্বালিয়ে ইট ও গাছের ডাল দিয়ে তাকে আঘাত করে। পরে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে তারা চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ভর্তি করেন।
আহত রুবেল আরও বলেন, ‘গত ৭ জানুয়ারি নির্বাচনে এ আসনে (নাটোর-১) নৌকা পরাজিত হলে বিএনপির এই কর্মীরাই তার বাড়িতে তিন বার হামলা করে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আবারও হামলা করেন তারা। সেদিন থেকে দিনে বাড়িতে থাকতে পারতাম না। কিছুদিন আগে থেকে রাতে বাড়িতে ফিরতাম ভোরে চলে যেতাম। টের পেয়ে বিএনপির লোকজন এ হামলা করল।’
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মো. আব্দুর রাকিব জানান, রুবেলের বাম পায়ে ছুরির আঘাতে ক্ষত সৃষ্টি হয়েছে এবং মারধরের কারণে পা ও বাম হাতের দুটি হাড় ভেঙে গেছে।
বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু হামলার জন্য বিএনপি কর্মীদের দায়ী করে জড়িতদের গ্রেপ্তারে দাবি জানান।
উপজেলা বিএনপির সদস্যসচিব হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
নাটোর জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ বলেন, বিএনপি কর্মীরা হামলার সঙ্গে জড়িত নয়। এটি আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধের কারণে ঘটতে পারে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক জানান, ঘটনাটি শুনেছেন, তবে এখনো কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৪ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৪ ঘণ্টা আগে