লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. ছালাম শাহ (৪৫) নামের দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার রাত ১টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের চৌষডাঙ্গা (পূর্বপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এদিন রাতেই নিহতের ভাতিজা মো. শহিদুল ইসলাম মো. সাহেব আলীকে (৩৫) আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই তাঁকে গ্রেপ্তার করে।
নিহত দোকানির নাম মো. ছালাম শাহ (৪৫)। তিনি চৌডাঙ্গা গ্রামের ইয়াজ উদ্দিন শাহের ছেলে। গ্রেপ্তার সাহেব আলী একই গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে।
বাদী জানান, চৌষডাঙ্গায় ছালাম শাহের চায়ের দোকান। সাহেব আলী তাঁর দোকানে ২০০ টাকা বাকি রাখেন। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রায় ৮ মাস আগে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। ওই সময় সাহেব বলেন, ‘তোর টাকাও দেব না, তোকে শিক্ষা দেব, সুযোগ পেলে তোকে খুন করব।’ এর জের ধরে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই দোকানে চা খেয়ে চলে যান।
রাত ১টার দিকে তিনি দোকানে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন। তার চাচা ছালাম শাহ রাতে দোকানেই ঘুমাতেন। আগুনের তাপে দ্রুত দোকান থেকে বাইরে এলে সাহেবের কাছে থাকা ধারালো হাসুয়া দিয়ে দোকানের সামনে ঘাড়ে কোপ দেন। এমনকি বাম হাতের কনুই ও কবজির মাঝখানেও কোপ হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আগুনে দোকান ও মালামাল পুড়ে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় বাসিন্দা ওহিদুল ইসলাম জানান, সাহেব পালিয়ে যাওয়ার সময় রাত সোয়া ২টার দিকে তিনি ঘর হতে রাস্তায় বের হন। এ সময় সাহেবকে ধরতে গেলে তাঁকে কোপ দিলে বাম হাত কেটে যায়।
একপর্যায়ে ওহিদুলকে সাহেব বলেন, ‘একটা খুন করে আসছি, তোকেও খুন করব।’ এ সময় ওহিদুলের চিৎকারে এলাকার লোকজন তাঁকে তাৎক্ষণিক আটক করে পুলিশে খবর দেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাহেবকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতের মাধ্যমে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।

নাটোরের লালপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. ছালাম শাহ (৪৫) নামের দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার রাত ১টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের চৌষডাঙ্গা (পূর্বপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এদিন রাতেই নিহতের ভাতিজা মো. শহিদুল ইসলাম মো. সাহেব আলীকে (৩৫) আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই তাঁকে গ্রেপ্তার করে।
নিহত দোকানির নাম মো. ছালাম শাহ (৪৫)। তিনি চৌডাঙ্গা গ্রামের ইয়াজ উদ্দিন শাহের ছেলে। গ্রেপ্তার সাহেব আলী একই গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে।
বাদী জানান, চৌষডাঙ্গায় ছালাম শাহের চায়ের দোকান। সাহেব আলী তাঁর দোকানে ২০০ টাকা বাকি রাখেন। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রায় ৮ মাস আগে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। ওই সময় সাহেব বলেন, ‘তোর টাকাও দেব না, তোকে শিক্ষা দেব, সুযোগ পেলে তোকে খুন করব।’ এর জের ধরে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই দোকানে চা খেয়ে চলে যান।
রাত ১টার দিকে তিনি দোকানে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন। তার চাচা ছালাম শাহ রাতে দোকানেই ঘুমাতেন। আগুনের তাপে দ্রুত দোকান থেকে বাইরে এলে সাহেবের কাছে থাকা ধারালো হাসুয়া দিয়ে দোকানের সামনে ঘাড়ে কোপ দেন। এমনকি বাম হাতের কনুই ও কবজির মাঝখানেও কোপ হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আগুনে দোকান ও মালামাল পুড়ে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় বাসিন্দা ওহিদুল ইসলাম জানান, সাহেব পালিয়ে যাওয়ার সময় রাত সোয়া ২টার দিকে তিনি ঘর হতে রাস্তায় বের হন। এ সময় সাহেবকে ধরতে গেলে তাঁকে কোপ দিলে বাম হাত কেটে যায়।
একপর্যায়ে ওহিদুলকে সাহেব বলেন, ‘একটা খুন করে আসছি, তোকেও খুন করব।’ এ সময় ওহিদুলের চিৎকারে এলাকার লোকজন তাঁকে তাৎক্ষণিক আটক করে পুলিশে খবর দেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাহেবকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতের মাধ্যমে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে