নাটোর প্রতিনিধি

নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জে একটি জন্মদিনের অনুষ্ঠানে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা এই হামলা করেছেন বলে অভিযোগ তুলেছেন বিএনপির নেতারা।
আজ রোববার রাত ৮টায় লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জ ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহীন আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিএনপির ৬ কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আমির আলী (২৮) নামে এক বিএনপি কর্মীকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় আমিরগঞ্জ বাজারের কয়েকটি দোকান ও বিএনপি কর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বিএনপি নেতা শাহীন আলম তাঁর শিশুপুত্রের জন্মদিন উপলক্ষে বাসায় সদর উপজেলা বিএনপির নেতা-কর্মীদের নৈশভোজের আমন্ত্রণ জানান। রাত ৮টার দিকে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুলের নেতৃত্বে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে বিএনপি নেতা-কর্মীরা শাহীনের বাড়িতে যান। এ সময় এলাকায় বিএনপি নেতাদের উপস্থিতির খবর শুনে একদল যুবক শাহীনের বাড়িতে যান।
এরপর খাবার খাওয়া অবস্থায় বিএনপি নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালান ওই যুবকেরা। এতে অনুষ্ঠানে আগত বিএনপি নেতা-কর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। আমির আলী নামের স্থানীয় এক বিএনপি কর্মীকে পিটিয়ে আহত করে যুবকেরা। পরে ওই যুবকেরা বিএনপি কর্মীদের ৬টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনার জেরে আমিরগঞ্জ বাজারে বিএনপির দুই কর্মীর দোকান ভাঙচুর করে তাঁরা।
ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক শাহীন আলম বলেন, ‘অতিথিরা যখন খাবার খাচ্ছিলেন তখনই হামলা চালায় কয়েকজন যুবক। তাদের ভয়ে দলের কর্মীরা ছাড়াও অন্য অতিথিরাও অনুষ্ঠান ছেড়ে চলে যায়।’
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল বলেন, ‘স্থানীয় জহির শিকদার, মজিবর, খোকন, দীপুসহ বেশ কয়েকজন আমাদের কর্মীদের ওপর হামলা চালায়। তারা ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ‘হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।’

নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জে একটি জন্মদিনের অনুষ্ঠানে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা এই হামলা করেছেন বলে অভিযোগ তুলেছেন বিএনপির নেতারা।
আজ রোববার রাত ৮টায় লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জ ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহীন আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিএনপির ৬ কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আমির আলী (২৮) নামে এক বিএনপি কর্মীকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় আমিরগঞ্জ বাজারের কয়েকটি দোকান ও বিএনপি কর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বিএনপি নেতা শাহীন আলম তাঁর শিশুপুত্রের জন্মদিন উপলক্ষে বাসায় সদর উপজেলা বিএনপির নেতা-কর্মীদের নৈশভোজের আমন্ত্রণ জানান। রাত ৮টার দিকে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুলের নেতৃত্বে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে বিএনপি নেতা-কর্মীরা শাহীনের বাড়িতে যান। এ সময় এলাকায় বিএনপি নেতাদের উপস্থিতির খবর শুনে একদল যুবক শাহীনের বাড়িতে যান।
এরপর খাবার খাওয়া অবস্থায় বিএনপি নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালান ওই যুবকেরা। এতে অনুষ্ঠানে আগত বিএনপি নেতা-কর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। আমির আলী নামের স্থানীয় এক বিএনপি কর্মীকে পিটিয়ে আহত করে যুবকেরা। পরে ওই যুবকেরা বিএনপি কর্মীদের ৬টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনার জেরে আমিরগঞ্জ বাজারে বিএনপির দুই কর্মীর দোকান ভাঙচুর করে তাঁরা।
ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক শাহীন আলম বলেন, ‘অতিথিরা যখন খাবার খাচ্ছিলেন তখনই হামলা চালায় কয়েকজন যুবক। তাদের ভয়ে দলের কর্মীরা ছাড়াও অন্য অতিথিরাও অনুষ্ঠান ছেড়ে চলে যায়।’
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল বলেন, ‘স্থানীয় জহির শিকদার, মজিবর, খোকন, দীপুসহ বেশ কয়েকজন আমাদের কর্মীদের ওপর হামলা চালায়। তারা ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ‘হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।’

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১৩ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১৬ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৩৩ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে