লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের পদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে সাবেক কৃষক লীগ নেতা মো. হুমায়ুন কবির ও যুগ্ম আহ্বায়ক হিসেবে গোপালপুর পৌর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রান্টু দায়িত্ব পেয়েছেন।
গত বুধবার (১৮ জুন) রাতে দলটির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের অনুমোদিত ২৪ জনের কমিটি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
আজ রোববার (২২ জুন) কমিটির প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির বলেন, ‘২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত আমি জেলা কৃষক লীগের সদস্য ছিলাম। বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিকের সঙ্গে সুসম্পর্ক থাকায় তিনি আমাকে জেলা কৃষক লীগের সদস্য বানিয়েছিলেন। ২০১৭ সালের পর আমি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলাম না। ছাত্র-জনতার আন্দোলনেও যুক্ত ছিলাম না। ৫ আগস্টের পর নাটোরে দলীয় অফিসে সাক্ষাৎ করেছিলাম। তাঁরা আমার কথাবার্তা শুনে আসন্ন কমিটিতে পদ দেওয়ার কথা বলেছিলেন। তবে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পাওয়ার প্রত্যাশা ছিল না। দায়িত্ব যখন পেয়েছি, সঠিকভাবে তা পালন করতে চাই। আমি উপজেলার নেঙ্গপাড়া গ্রামের বাসিন্দা ও একটি মাদ্রাসায় শিক্ষকতা করি।’
কমিটির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রান্টু গোপালপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সদস্য হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি স্বীকার করে বলেন, ‘২০১৯ সালে জাতীয় পার্টি থেকে আমি পদত্যাগ করি। ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ছিলাম। দল (এনসিপি) কর্তৃক অর্পিত সব দায়িত্ব পালনে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’
এ বিষয়ে নাটোর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক এস এম জার্জিস কাদির জানান, বিষয়টি তিনি এইমাত্র অবহিত হলেন। তিনি বলেন, ‘আমাদের নাটোর জেলা কমিটি গত শুক্রবার (২০ জুন) রাতে অনুমোদন করা হয়েছে। এর আগেই লালপুর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যদি কোনো ফ্যাসিস্ট কোনোভাবে যুক্ত হয়ে থাকেন, তাহলে কেন্দ্র থেকে ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হবে।’
অনুমোদিত ২৪ সদস্যের উপজেলা কমিটিতে একজন প্রধান সমন্বয়কারী, ৫ জন যুগ্ম সমন্বয়কারী ও ১৮ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।

নাটোরের লালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের পদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে সাবেক কৃষক লীগ নেতা মো. হুমায়ুন কবির ও যুগ্ম আহ্বায়ক হিসেবে গোপালপুর পৌর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রান্টু দায়িত্ব পেয়েছেন।
গত বুধবার (১৮ জুন) রাতে দলটির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের অনুমোদিত ২৪ জনের কমিটি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
আজ রোববার (২২ জুন) কমিটির প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির বলেন, ‘২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত আমি জেলা কৃষক লীগের সদস্য ছিলাম। বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিকের সঙ্গে সুসম্পর্ক থাকায় তিনি আমাকে জেলা কৃষক লীগের সদস্য বানিয়েছিলেন। ২০১৭ সালের পর আমি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলাম না। ছাত্র-জনতার আন্দোলনেও যুক্ত ছিলাম না। ৫ আগস্টের পর নাটোরে দলীয় অফিসে সাক্ষাৎ করেছিলাম। তাঁরা আমার কথাবার্তা শুনে আসন্ন কমিটিতে পদ দেওয়ার কথা বলেছিলেন। তবে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পাওয়ার প্রত্যাশা ছিল না। দায়িত্ব যখন পেয়েছি, সঠিকভাবে তা পালন করতে চাই। আমি উপজেলার নেঙ্গপাড়া গ্রামের বাসিন্দা ও একটি মাদ্রাসায় শিক্ষকতা করি।’
কমিটির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রান্টু গোপালপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সদস্য হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি স্বীকার করে বলেন, ‘২০১৯ সালে জাতীয় পার্টি থেকে আমি পদত্যাগ করি। ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ছিলাম। দল (এনসিপি) কর্তৃক অর্পিত সব দায়িত্ব পালনে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’
এ বিষয়ে নাটোর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক এস এম জার্জিস কাদির জানান, বিষয়টি তিনি এইমাত্র অবহিত হলেন। তিনি বলেন, ‘আমাদের নাটোর জেলা কমিটি গত শুক্রবার (২০ জুন) রাতে অনুমোদন করা হয়েছে। এর আগেই লালপুর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যদি কোনো ফ্যাসিস্ট কোনোভাবে যুক্ত হয়ে থাকেন, তাহলে কেন্দ্র থেকে ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হবে।’
অনুমোদিত ২৪ সদস্যের উপজেলা কমিটিতে একজন প্রধান সমন্বয়কারী, ৫ জন যুগ্ম সমন্বয়কারী ও ১৮ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।

বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
১৭ মিনিট আগে
রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৬ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৬ ঘণ্টা আগে