বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে জনবসতিপূর্ণ এলাকায় এক ওষুধ কোম্পানির কারখানা চালু করায় গ্রামবাসী প্রতিবাদ করেন। এর জেরে গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে এতে মানববন্ধন করেছেন তাঁরা।
আজ মঙ্গলবার উপজেলার গড়মাটি এলাকার বাসিন্দারা জেনি আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ নামে ওই ওষুধ কোম্পানির বিরুদ্ধে এই কর্মসূচির আয়োজন করে। এতে অংশ নেন ওই গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ। মানববন্ধনে ভুক্তভোগী সাইদুর রহমান সেন্টু, রওশন আলম, আম্বিয়া বেগম, তানিয়া বেগম ও ওষুধ কোম্পানির কর্মী জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
সাইদুর রহমান সেন্টু বলেন, কয়েক বছর আগে গড়মাটি গ্রামে আবাসিক এলাকায় মোজাফ্ফর হোসেন জেনি আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ নামে একটি ওষুধ কারখানা চালু করেন। তিনি এ কারখানার বর্জ্য ও দূষিত পানি ফেলে আশপাশের পরিবেশ দূষণ করেন। এখানে এর আগে র্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করাসহ কারখানা সিলগালা করে দেয়। কিন্তু কিছুদিন পর তারা পুনরায় কারখানা চালু করেন।
গ্রামবাসী পরিবেশ দূষণ ও যৌন উত্তেজকসহ নকল ওষুধ তৈরির প্রতিবাদ করলে মোজাফ্ফর হোসেন ও তার জামাতা আবু জাফর ছিনতাই, মাছ চুরি, ইভটিজিংসহ নানা অভিযোগে গ্রামের ২ শতাধিক নিরীহ মানুষের নামে আটটি মামলা করেন। এমনকি ষাটোর্ধ্ব দুই আপন ভাই ও তাদের মামার নামে ইভটিজিংয়ের মামলা দিয়ে হয়রানি করেন। তার মামলা থেকে প্রবাসীরাও রেহাই পায়নি। এ ছাড়া কোম্পানিতে কর্মী নিয়োগের সময় ফাঁকা চেক নিয়ে পরে ইচ্ছামতো টাকার অঙ্ক বসিয়ে মামলা দিয়ে হয়রানি করেন।
এসব মামলা চালাতে গিয়ে গ্রামের নিরীহ মানুষের পথে বসার উপক্রম হয়েছে। তাঁরা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং মামলাবাজ মোজাফ্ফরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও নকল ওষুধ তৈরির কারখানা বন্ধের দাবি জানান। অন্যথায় আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুমকি দেন তাঁরা।
এ বিষয়ে কথা বলার জন্য মোজাফ্ফর হোসেনের মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়। তবে তারা জামাতা আবু জাফর এসব অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামের কিছু লোক আমাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তারা এ মানববন্ধন করেছে।

নাটোরের বড়াইগ্রামে জনবসতিপূর্ণ এলাকায় এক ওষুধ কোম্পানির কারখানা চালু করায় গ্রামবাসী প্রতিবাদ করেন। এর জেরে গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে এতে মানববন্ধন করেছেন তাঁরা।
আজ মঙ্গলবার উপজেলার গড়মাটি এলাকার বাসিন্দারা জেনি আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ নামে ওই ওষুধ কোম্পানির বিরুদ্ধে এই কর্মসূচির আয়োজন করে। এতে অংশ নেন ওই গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ। মানববন্ধনে ভুক্তভোগী সাইদুর রহমান সেন্টু, রওশন আলম, আম্বিয়া বেগম, তানিয়া বেগম ও ওষুধ কোম্পানির কর্মী জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
সাইদুর রহমান সেন্টু বলেন, কয়েক বছর আগে গড়মাটি গ্রামে আবাসিক এলাকায় মোজাফ্ফর হোসেন জেনি আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ নামে একটি ওষুধ কারখানা চালু করেন। তিনি এ কারখানার বর্জ্য ও দূষিত পানি ফেলে আশপাশের পরিবেশ দূষণ করেন। এখানে এর আগে র্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করাসহ কারখানা সিলগালা করে দেয়। কিন্তু কিছুদিন পর তারা পুনরায় কারখানা চালু করেন।
গ্রামবাসী পরিবেশ দূষণ ও যৌন উত্তেজকসহ নকল ওষুধ তৈরির প্রতিবাদ করলে মোজাফ্ফর হোসেন ও তার জামাতা আবু জাফর ছিনতাই, মাছ চুরি, ইভটিজিংসহ নানা অভিযোগে গ্রামের ২ শতাধিক নিরীহ মানুষের নামে আটটি মামলা করেন। এমনকি ষাটোর্ধ্ব দুই আপন ভাই ও তাদের মামার নামে ইভটিজিংয়ের মামলা দিয়ে হয়রানি করেন। তার মামলা থেকে প্রবাসীরাও রেহাই পায়নি। এ ছাড়া কোম্পানিতে কর্মী নিয়োগের সময় ফাঁকা চেক নিয়ে পরে ইচ্ছামতো টাকার অঙ্ক বসিয়ে মামলা দিয়ে হয়রানি করেন।
এসব মামলা চালাতে গিয়ে গ্রামের নিরীহ মানুষের পথে বসার উপক্রম হয়েছে। তাঁরা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং মামলাবাজ মোজাফ্ফরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও নকল ওষুধ তৈরির কারখানা বন্ধের দাবি জানান। অন্যথায় আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুমকি দেন তাঁরা।
এ বিষয়ে কথা বলার জন্য মোজাফ্ফর হোসেনের মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়। তবে তারা জামাতা আবু জাফর এসব অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামের কিছু লোক আমাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তারা এ মানববন্ধন করেছে।

ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
৫ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
৯ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ১৫ লাখ টাকা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় সাতজনকে আটক করা হয়। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে নরসিংদী...
২৪ মিনিট আগে