Ajker Patrika

গুরুদাসপুরে ৯ হাজার কেজি ভেজাল গুড় জব্দ

নাটোর প্রতিনিধি
গুরুদাসপুরে ৯ হাজার কেজি ভেজাল গুড় জব্দ

নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে নয় হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এ সময় দুই গুড় ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।

গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব নাটোর ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ বিষয়ে ফরহাদ হোসেন বলেন, গতকাল দিবাগত রাতে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় র‍্যাব নাটোর ক্যাম্প ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এ সময় মেসার্স ভাই ভাই গুড় কারখানার স্বত্বাধিকারী মো. দোলোয়ার হোসেনকে (৫৫) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই এলাকার মেসার্স আজিজ সোনার গুড় কারখানা থেকে নয় হাজার কেজি ভেজাল গুড় ও ১৮ হাজার কেজি ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়েছে। পরে ওই কারখানার স্বত্বাধিকারী মো. সুজন সোনাকে (২৬) ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফরহাদ হোসেন আরও বলেন, অভিযান শেষে জব্দ করা ভেজাল গুড় ও অন্যান্য দ্রব্যাদি ধ্বংস করা হয়েছে। 

এ বিষয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত