বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে আলাউদ্দিন মণ্ডল (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সুতিরপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আলাউদ্দিন মণ্ডল রাজশাহী সদর উপজেলার সুলতানগঞ্জ গ্রামের মৃত এরিয়া মণ্ডলের ছেলে। শুরুতে তাঁর পরিচয় পাওয়া না গেলেও পরে ছেলে জহুরুল ইসলাম লাশ শনাক্ত করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহতেরা হলেন নাটোর সদরের মুক্তার হোসেন (৪০), রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ওসমান গনি (৩৫), চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আইনুল ইসলাম (৫০) ও রাজশাহীর রাজপারা এলাকার বাবলু হোসেন (২৫)।
এ বিষয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা একরামুল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পাঁচ-ছয়জন আহত হয়েছেন, যাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
আহত মুক্তার হোসেন জানান, ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস নামের বাসটি বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের সুতিরপাড় এলাকায় পৌঁছালে নাটোর থেকে ছেড়ে আসা আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই একজন নিহত হন। এ সময় তিনিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বাস দুটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে আলাউদ্দিন মণ্ডল (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সুতিরপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আলাউদ্দিন মণ্ডল রাজশাহী সদর উপজেলার সুলতানগঞ্জ গ্রামের মৃত এরিয়া মণ্ডলের ছেলে। শুরুতে তাঁর পরিচয় পাওয়া না গেলেও পরে ছেলে জহুরুল ইসলাম লাশ শনাক্ত করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহতেরা হলেন নাটোর সদরের মুক্তার হোসেন (৪০), রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ওসমান গনি (৩৫), চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আইনুল ইসলাম (৫০) ও রাজশাহীর রাজপারা এলাকার বাবলু হোসেন (২৫)।
এ বিষয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা একরামুল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পাঁচ-ছয়জন আহত হয়েছেন, যাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
আহত মুক্তার হোসেন জানান, ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস নামের বাসটি বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের সুতিরপাড় এলাকায় পৌঁছালে নাটোর থেকে ছেড়ে আসা আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই একজন নিহত হন। এ সময় তিনিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বাস দুটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১৪ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৭ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
৪৩ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে