বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউপি নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আ. আলীমকে প্রচারণায় বাধা দেওয়া হয়েছে বলে প্রশাসনের বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদনের অনুলিপি জেলা পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, ইউএনও, রিটার্নিং অফিসারকেও পাঠানো হয়েছে।
আজ সোমবার বিকেলে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল আজাদের কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ করেন আ. আলীম।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকালে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পারকোল এলাকায় প্রচারণা করতে গেলে নৌকা প্রতীকের পক্ষে ৫–৬ জন বহিরাগত কর্মী আ. আলীমকে বাধা প্রদান করেন। তাঁদের বাধা প্রদান, হুমকি ও বাগ্বিতণ্ডা সৃষ্টির ফলে প্রচারণার পরিবেশ বিঘ্নিত হওয়ায় তিনি এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে ভোটের পরিবেশ রক্ষায়, সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।’
এ দিকে অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল আজাদ দুলাল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কোনো কর্মী, সমর্থক এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নাই। তারা নিজেরা দ্বন্দ্বে জড়িয়ে এ রকম ঘটনা ঘটিয়ে আমার ওপর চাপাচ্ছে।’

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউপি নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আ. আলীমকে প্রচারণায় বাধা দেওয়া হয়েছে বলে প্রশাসনের বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদনের অনুলিপি জেলা পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, ইউএনও, রিটার্নিং অফিসারকেও পাঠানো হয়েছে।
আজ সোমবার বিকেলে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল আজাদের কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ করেন আ. আলীম।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকালে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পারকোল এলাকায় প্রচারণা করতে গেলে নৌকা প্রতীকের পক্ষে ৫–৬ জন বহিরাগত কর্মী আ. আলীমকে বাধা প্রদান করেন। তাঁদের বাধা প্রদান, হুমকি ও বাগ্বিতণ্ডা সৃষ্টির ফলে প্রচারণার পরিবেশ বিঘ্নিত হওয়ায় তিনি এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে ভোটের পরিবেশ রক্ষায়, সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।’
এ দিকে অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল আজাদ দুলাল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কোনো কর্মী, সমর্থক এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নাই। তারা নিজেরা দ্বন্দ্বে জড়িয়ে এ রকম ঘটনা ঘটিয়ে আমার ওপর চাপাচ্ছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে