Ajker Patrika

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানচাপায় কলেজ শিক্ষার্থী নিহত

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৪৩
মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানচাপায় কলেজ শিক্ষার্থী নিহত

নরসিংদীর মনোহরদীতে কাভার্ড ভ্যানচাপায় সোহাগ মিয়া (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মনোহরদী বাসস্ট্যান্ড গরুর বাজারসংলগ্ন ঢাকা–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সোহাগ মিয়া উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী গ্রামের অহিদ উদ্দিনের ছেলে। সোহাগ মিয়া নরসিংদী প্রেসিডেন্সি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চলমান এসএসসি পরীক্ষার্থী ছোট বোনকে পরীক্ষার কেন্দ্রে নামিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সোহাগ। পথে মনোহরদী বাসস্ট্যান্ডসংলগ্ন গরুর বাজারসংলগ্ন স্থানে তাঁর সামনে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটানোর চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের চাপায় পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সোহাগের মৃত্যু হয়। এ সময় উপস্থিত স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানটি আটক করেন। 

খবর পেয়ে মনোহরদী থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম ভূঁইয়া বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত