নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে গ্যাসের চুলার বিস্ফোরণ থেকে শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। আজ সোমবার ভোর তিনটার দিকে সদর উপজেলার নূরালাপুর ইউনিয়নের গদাইরচর এলাকায় এই ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারী হাসপাতালে প্রেরণ করা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন, টেক্সটাইল শ্রমিক শামীম মিয়া (৪০) তাঁর স্ত্রী আকলিমা বেগম (৩৫) তাঁদের মেয়ে সানজিদা (১৮) ও রিয়া মনি (৯) শামীমের বড় ভাই গাফ্ফার মিয়া (৪০) এবং ছোট ভাই রশিদ মিয়া (৩২)।
দগ্ধ শামীম মিয়ার ভাগনি সুমি আক্তার আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বলেন, ‘আজ সোমবার ভোরে শামীমের জন্য নাস্তা তৈরি করছিলেন বড় মেয়ে সানজিদা। এ সময় দেয়াশলাই দিয়ে সিলিন্ডার গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় রান্নাঘরসহ পাশের দুটি ঘরে। এ সময় রান্নাঘরে থাকা সানজিদাসহ অগ্নিদগ্ধ হন পরিবারের বাকি সদস্যরা।’
এলাকাবাসী জানান, দীর্ঘদিন একটি চক্রের নেতৃত্বে এলাকার মানিক মিয়া ওই গ্রামের বিভিন্ন বাসা-বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে আসছিলেন। সম্প্রতি শামীম মিয়ার বাড়ির পাশের ড্রেন দিয়ে এক নারীর বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় মানিক মিয়া। ধারণা করা হচ্ছে, শামীম মিয়ার বাড়ির শৌচাগারের পাইপ দিয়ে অবৈধ সংযোগের লিকেজের মধ্যে বসতর ঘরে ঢুকে পরে গ্যাস।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এটি কোনো নাশকতা কিনা; তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, এটি জ্বালানী গ্যাসের বিস্ফোরণ থেকেই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নরসিংদীর মাধবদীতে গ্যাসের চুলার বিস্ফোরণ থেকে শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। আজ সোমবার ভোর তিনটার দিকে সদর উপজেলার নূরালাপুর ইউনিয়নের গদাইরচর এলাকায় এই ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারী হাসপাতালে প্রেরণ করা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন, টেক্সটাইল শ্রমিক শামীম মিয়া (৪০) তাঁর স্ত্রী আকলিমা বেগম (৩৫) তাঁদের মেয়ে সানজিদা (১৮) ও রিয়া মনি (৯) শামীমের বড় ভাই গাফ্ফার মিয়া (৪০) এবং ছোট ভাই রশিদ মিয়া (৩২)।
দগ্ধ শামীম মিয়ার ভাগনি সুমি আক্তার আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বলেন, ‘আজ সোমবার ভোরে শামীমের জন্য নাস্তা তৈরি করছিলেন বড় মেয়ে সানজিদা। এ সময় দেয়াশলাই দিয়ে সিলিন্ডার গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় রান্নাঘরসহ পাশের দুটি ঘরে। এ সময় রান্নাঘরে থাকা সানজিদাসহ অগ্নিদগ্ধ হন পরিবারের বাকি সদস্যরা।’
এলাকাবাসী জানান, দীর্ঘদিন একটি চক্রের নেতৃত্বে এলাকার মানিক মিয়া ওই গ্রামের বিভিন্ন বাসা-বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে আসছিলেন। সম্প্রতি শামীম মিয়ার বাড়ির পাশের ড্রেন দিয়ে এক নারীর বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় মানিক মিয়া। ধারণা করা হচ্ছে, শামীম মিয়ার বাড়ির শৌচাগারের পাইপ দিয়ে অবৈধ সংযোগের লিকেজের মধ্যে বসতর ঘরে ঢুকে পরে গ্যাস।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এটি কোনো নাশকতা কিনা; তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, এটি জ্বালানী গ্যাসের বিস্ফোরণ থেকেই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
১৮ মিনিট আগে
শিশু সাফায়াত বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর আর কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের গর্তের পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে মারা গেছে।
২৮ মিনিট আগে
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত তিনজন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ‘ফরজে কিফায়া’ (দায়িত্ব পালনের বাধ্যবাধকতা) বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেটের সার্কিট হাউসের সম্মেলনকক্ষে গণভোট নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা...
১ ঘণ্টা আগে