নরসিংদী প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রশ্ন রেখে বলেন, ‘নাবালক পোলাপান যারা ছেলের বয়সী, কেউ বলে নাতির বয়সী, তারা যদি আজকে এসে আমাদের নসিহত করে, গাইডলাইন দেয়, আমাদের বিরুদ্ধে কথা বলে, সেটা মেনে নেওয়া যায়?’
খোকন বলেন, ‘তাদের কথায় যে অন্তর্বর্তী সরকার চলে, তারা কী নির্বাচিত সরকার, তাদের কী জনগণের ম্যান্ডেট আছে? এই যে উপদেষ্টারা আছেন, নিরাপত্তা উপদেষ্টা তো বাংলাদেশের নাগরিক-ই না, বিদেশি নাগরিক, তারা কীভাবে দেশ চালাবে? জনগণের আন্দোলনে তাদের (উপদেষ্টাদের) কী ভূমিকা? জনগণ কী চায়, তারা কীভাবে বুঝবে।’
আজ শুক্রবার সন্ধ্যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির আলোচনা সভায় সভাপতির বক্তব্যে খায়রুল কবির খোকন এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে খায়রুল কবির খোকন আরও বলেন, ‘আপনারা বলছেন শুধু একটি দল নির্বাচন চায়। আমরা বলব, শুধু আপনি চান না, সেটার কী রহস্য জাতি জানতে চায়। দেশের সমস্ত বাম দল আমাদের সঙ্গে নির্বাচন করতে প্রস্তুত আছে।
সংস্কার, বিচার কী জাতীয় নির্বাচনের বিকল্প? সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আপনারা সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ফ্যাসিস্ট, পতিত আওয়ামী লীগের দোসরদের সুযোগ করে দিচ্ছেন।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, বিএনপি নেতা বিজি রশীদ নওশের, এম এ জলিল, এ কে এম গোলাম কবির কামাল, আবু সালেহ চৌধুরী, ফারুক উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রশ্ন রেখে বলেন, ‘নাবালক পোলাপান যারা ছেলের বয়সী, কেউ বলে নাতির বয়সী, তারা যদি আজকে এসে আমাদের নসিহত করে, গাইডলাইন দেয়, আমাদের বিরুদ্ধে কথা বলে, সেটা মেনে নেওয়া যায়?’
খোকন বলেন, ‘তাদের কথায় যে অন্তর্বর্তী সরকার চলে, তারা কী নির্বাচিত সরকার, তাদের কী জনগণের ম্যান্ডেট আছে? এই যে উপদেষ্টারা আছেন, নিরাপত্তা উপদেষ্টা তো বাংলাদেশের নাগরিক-ই না, বিদেশি নাগরিক, তারা কীভাবে দেশ চালাবে? জনগণের আন্দোলনে তাদের (উপদেষ্টাদের) কী ভূমিকা? জনগণ কী চায়, তারা কীভাবে বুঝবে।’
আজ শুক্রবার সন্ধ্যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির আলোচনা সভায় সভাপতির বক্তব্যে খায়রুল কবির খোকন এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে খায়রুল কবির খোকন আরও বলেন, ‘আপনারা বলছেন শুধু একটি দল নির্বাচন চায়। আমরা বলব, শুধু আপনি চান না, সেটার কী রহস্য জাতি জানতে চায়। দেশের সমস্ত বাম দল আমাদের সঙ্গে নির্বাচন করতে প্রস্তুত আছে।
সংস্কার, বিচার কী জাতীয় নির্বাচনের বিকল্প? সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আপনারা সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ফ্যাসিস্ট, পতিত আওয়ামী লীগের দোসরদের সুযোগ করে দিচ্ছেন।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, বিএনপি নেতা বিজি রশীদ নওশের, এম এ জলিল, এ কে এম গোলাম কবির কামাল, আবু সালেহ চৌধুরী, ফারুক উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
২৯ মিনিট আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে