রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় নিহতের ঘটনায় নরসিংদীর রায়পুরায় অস্থায়ী সবজির বাজার বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ। কিন্তু কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে এখনো চলছে ওই বাজার। পৃথক দুটি দুর্ঘটনায় ওই বাজারে ১০ জনের প্রাণহানির পরও এখনো চলছে অস্থায়ী বাজারটি।
সরেজমিনে দেখা যায়, আজ সোমবার ভোর থেকে রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকার নামাপাড়ায় (মেশিনঘর) এলাকায় অস্থায়ী এ বাজার বসেছে। সকালে পুলিশ এই বাজার বন্ধ করার চেষ্টা করে। পুলিশ চলে যাওয়ার পরক্ষণেই আবারও শুরু হয় এই হাটে কেনাবেচা। এ ঘটনার পর থেকে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করলেও স্থানীয় কৃষকেরা আগের মতোই বাজারে আসছেন।
ইউপি সদস্য মাজহারুল হক রিপন বলেন, ‘প্রশাসনের ঘোষণার পর স্থানীয়ভাবে বাজারটি বন্ধের প্রচারণা চালানো হয়। তার পরও এই অঞ্চলের কয়েক গ্রামের কৃষকেরা নিজে থেকেই এই হাটে আসছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মহাসড়কের ৫০ মিটার ভেতরে বাজার বসানোর চিন্তা করছেন স্থানীয়রা।’
নাম না প্রকাশের শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ নিষিদ্ধ যানবাহনগুলো পুলিশের সামনেই অসময়ে চলাচল করে। সিএনজিচালিত অটোরিকশার কারণে প্রায়ই দুর্ঘটনাগুলো ঘটছে। কিছুদিন পর পর ছোট-বড় দুর্ঘটনায় মানুষ মারা যায়। এ রকম দুর্ঘটনা থেকে মুক্তি চাই।’
মির্জাপুর ইউপি চেয়ারম্যান মনজুর এলাহী বলেন, ‘গতকাল দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর পর স্থানীয়দের চাহিদা অনুযায়ী অবৈধ বাজার বন্ধের জন্য উপজেলা ও জেলায় লিখিত আবেদন করি। ভবিষ্যতে এর স্থায়ী বাস্তবায়ন চাই।’
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, ‘ওইখানে অবৈধ হাট-বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। নিয়মিত পুলিশি প্রহরা থাকবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন বলেন, ‘এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। মহাসড়কের পাশে অবৈধ বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই স্থানে হাট বসাতে এলে আইন অমান্যকারীদের কঠিন শাস্তির আওতায় আনা হবে।’
উল্লেখ্য, গতকাল রোববার ভোর ৬টার দিকে অস্থায়ী সবজির হাটে নিয়ন্ত্রণ হারানো কাঁচামালবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ও সবজি বিক্রেতাসহ পাঁচজন নিহত হন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত চারজন। এর আগেও গত ৩০ জুন রায়পুরার মাহমুদাবাদ এলাকায় একই স্থানে নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানের চাপায় পাঁচজন সবজি ক্রেতা-বিক্রেতা নিহত হন।

নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় নিহতের ঘটনায় নরসিংদীর রায়পুরায় অস্থায়ী সবজির বাজার বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ। কিন্তু কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে এখনো চলছে ওই বাজার। পৃথক দুটি দুর্ঘটনায় ওই বাজারে ১০ জনের প্রাণহানির পরও এখনো চলছে অস্থায়ী বাজারটি।
সরেজমিনে দেখা যায়, আজ সোমবার ভোর থেকে রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকার নামাপাড়ায় (মেশিনঘর) এলাকায় অস্থায়ী এ বাজার বসেছে। সকালে পুলিশ এই বাজার বন্ধ করার চেষ্টা করে। পুলিশ চলে যাওয়ার পরক্ষণেই আবারও শুরু হয় এই হাটে কেনাবেচা। এ ঘটনার পর থেকে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করলেও স্থানীয় কৃষকেরা আগের মতোই বাজারে আসছেন।
ইউপি সদস্য মাজহারুল হক রিপন বলেন, ‘প্রশাসনের ঘোষণার পর স্থানীয়ভাবে বাজারটি বন্ধের প্রচারণা চালানো হয়। তার পরও এই অঞ্চলের কয়েক গ্রামের কৃষকেরা নিজে থেকেই এই হাটে আসছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মহাসড়কের ৫০ মিটার ভেতরে বাজার বসানোর চিন্তা করছেন স্থানীয়রা।’
নাম না প্রকাশের শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ নিষিদ্ধ যানবাহনগুলো পুলিশের সামনেই অসময়ে চলাচল করে। সিএনজিচালিত অটোরিকশার কারণে প্রায়ই দুর্ঘটনাগুলো ঘটছে। কিছুদিন পর পর ছোট-বড় দুর্ঘটনায় মানুষ মারা যায়। এ রকম দুর্ঘটনা থেকে মুক্তি চাই।’
মির্জাপুর ইউপি চেয়ারম্যান মনজুর এলাহী বলেন, ‘গতকাল দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর পর স্থানীয়দের চাহিদা অনুযায়ী অবৈধ বাজার বন্ধের জন্য উপজেলা ও জেলায় লিখিত আবেদন করি। ভবিষ্যতে এর স্থায়ী বাস্তবায়ন চাই।’
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, ‘ওইখানে অবৈধ হাট-বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। নিয়মিত পুলিশি প্রহরা থাকবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন বলেন, ‘এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। মহাসড়কের পাশে অবৈধ বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই স্থানে হাট বসাতে এলে আইন অমান্যকারীদের কঠিন শাস্তির আওতায় আনা হবে।’
উল্লেখ্য, গতকাল রোববার ভোর ৬টার দিকে অস্থায়ী সবজির হাটে নিয়ন্ত্রণ হারানো কাঁচামালবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ও সবজি বিক্রেতাসহ পাঁচজন নিহত হন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত চারজন। এর আগেও গত ৩০ জুন রায়পুরার মাহমুদাবাদ এলাকায় একই স্থানে নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানের চাপায় পাঁচজন সবজি ক্রেতা-বিক্রেতা নিহত হন।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৭টিতেই প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের ৭৪টি এবং দপ্তরি কাম নৈশপ্রহরীর ২৪টি পদও শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
৪৩ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মিজানুর রহমান ওরফে কানা মিজান (৩৬) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত যুবক আন্তজেলা ডাকাত দলের সদস্য ও তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৯ ঘণ্টা আগে