Ajker Patrika

মাধবদীতে পরিবেশ দূষণের দায়ে ডাইং কারখানাকে ১ লাখ টাকা জরিমানা 

নরসিংদী প্রতিনিধি
মাধবদীতে পরিবেশ দূষণের দায়ে ডাইং কারখানাকে ১ লাখ টাকা জরিমানা 

নরসিংদীর মাধবদীতে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) সচল না রেখে নদী ও পরিবেশ দূষণের দায়ে একটি ডাইং কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে মাধবদী থানার ভগিরথপুর এলাকার এম. এম. কে ডাইং প্রিন্টিং ফিনিশিং অ্যান্ড ক্যালেন্ডারিং ইন্ডাস্ট্রিজকে এই জরিমানা করা হয়। 

পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয় থেকে জানানো হয়, নদী ও পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসনের উদ্যোগে মাধবদীতে অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রিনাত ফৌজিয়ার এতে নেতৃত্বে দেন। অভিযানে এম. এম. কে ডাইং প্রিন্টিং ফিনিশিং অ্যান্ড ক্যালেন্ডারিং ইন্ডাস্ট্রিজকে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) সচল না রাখাসহ কেমিকেলের সঠিক ব্যবহারে অনিয়মের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক সমর কৃষ্ণ দাসসহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রিনাত ফৌজিয়া বলেন, ‘নরসিংদী জেলায় অনেকগুলো ডাইং ও ব্যাটারি কারখানা রয়েছে। এ সব কারখানার তরল বর্জ্য থেকে পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত