নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খানের ওপর গুলির ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার ও আজ রোববার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন শিবপুর থানার পুটিয়া কামারগাঁও এলাকার মো. ফরিদ সরকার (৬৩), সৈয়দনগর এলাকার মো. সাব্বির (৩২), পূর্ব সৈয়দনগর এলাকার মনসুর আহমেদ রানা (৪৩) ও কামারগাঁও এলাকার মোমেন মোল্লা (৫৯)।
শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলির ঘটনায় আজ দুপুর পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পালপাড়া বাজার রোডের পাশের একটি নির্জন বাড়ি থেকে হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা করেছে।
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় অভিযোগ জানানো হয়নি। আমরা আহত উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তিনি সুস্থ হয়ে অভিযোগ দায়ের করবেন। এই হামলার ঘটনায় আইনি পদক্ষেপের বিষয়ে জেলা পুলিশের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।’
এদিকে ওই হামলার প্রতিবাদে আজও বিক্ষোভ সমাবেশ করা হয়। সকালে শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদ এই সমাবেশ করে। এ সময় দ্রুত সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনাসহ হামলার তীব্র নিন্দা জানান বক্তারা।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন নাজিরের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান বুলু, ডেপুটি কমান্ডার মোতালিব খান ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধারাসহ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানেরা উপস্থিত ছিলেন।
গতকাল সকালে উপজেলা সদরের বাজার সড়কের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান। তিনজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে পরপর দুটি গুলি ছুড়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।
প্রথমে তাঁকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন দলীয় নেতা-কর্মী ও পরিবারের সদস্যরা।
এ ঘটনার পর গতকাল সকাল ৯টা থেকে স্থানীয় আওয়ামী লীগ ও হারুনুর রশিদ খানের সমর্থকেরা উপজেলার প্রধান সড়কসহ ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রায় পাঁচ ঘণ্টা অবরোধ রেখে বিক্ষোভ প্রদর্শন করেন।

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খানের ওপর গুলির ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার ও আজ রোববার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন শিবপুর থানার পুটিয়া কামারগাঁও এলাকার মো. ফরিদ সরকার (৬৩), সৈয়দনগর এলাকার মো. সাব্বির (৩২), পূর্ব সৈয়দনগর এলাকার মনসুর আহমেদ রানা (৪৩) ও কামারগাঁও এলাকার মোমেন মোল্লা (৫৯)।
শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলির ঘটনায় আজ দুপুর পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পালপাড়া বাজার রোডের পাশের একটি নির্জন বাড়ি থেকে হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা করেছে।
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় অভিযোগ জানানো হয়নি। আমরা আহত উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তিনি সুস্থ হয়ে অভিযোগ দায়ের করবেন। এই হামলার ঘটনায় আইনি পদক্ষেপের বিষয়ে জেলা পুলিশের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।’
এদিকে ওই হামলার প্রতিবাদে আজও বিক্ষোভ সমাবেশ করা হয়। সকালে শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদ এই সমাবেশ করে। এ সময় দ্রুত সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনাসহ হামলার তীব্র নিন্দা জানান বক্তারা।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন নাজিরের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান বুলু, ডেপুটি কমান্ডার মোতালিব খান ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধারাসহ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানেরা উপস্থিত ছিলেন।
গতকাল সকালে উপজেলা সদরের বাজার সড়কের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান। তিনজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে পরপর দুটি গুলি ছুড়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।
প্রথমে তাঁকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন দলীয় নেতা-কর্মী ও পরিবারের সদস্যরা।
এ ঘটনার পর গতকাল সকাল ৯টা থেকে স্থানীয় আওয়ামী লীগ ও হারুনুর রশিদ খানের সমর্থকেরা উপজেলার প্রধান সড়কসহ ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রায় পাঁচ ঘণ্টা অবরোধ রেখে বিক্ষোভ প্রদর্শন করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৪৪ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে