নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে দেবরের মারধরে ভাবি পারভীন আক্তারের (৪২) মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত দেবর রফিকুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত পারভীন একই উপজেলার মুশুরী এলাকার আবদুল হাইয়ের মেয়ে। সে দুই সন্তানের জননী। অন্যদিকে অভিযুক্ত রফিকুল ইসলাম মুশুরী এলাকার শুক্কুর আলীর ছেলে।
গতকাল সোমবার রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভীন আক্তার। এর আগে, গত ২৭ মার্চ পারিবারিক কলহের জের ধরে রফিক লাঠি ও লোহার রড দিয়ে ভাবিকে মারধর করেন। এই ঘটনায় নিহতের বড় ভাই মাসুম মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় রফিক ও তার ছেলে রনিকে আসামি করা হয়েছে।
মামলার বাদী মাসুম বলেন, ২৫ বছর আগে আমার বোনের বিয়ে হয় রফিকের বড় ভাই নজরুল ইসলামের সঙ্গে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে। গত ২৭ মার্চ রফিকুল তার ছেলে রনির সঙ্গে ঝগড়া বিবাদ করতে থাকে। বাবা-ছেলের ঝগড়া থামাতে যায় ভাবি পারভীন আক্তার। এ সময় রফিকুল ও রনি উত্তেজিত অবস্থায় পারভীনকে পিটিয়ে আহত করে।
ঘটনার পরপরেই আহত পারভীনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৩ এপ্রিল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মঙ্গলবার এই ঘটনায় থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেপ্তার করে।
এই বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, ‘নিহতের খবর পেয়ে দেবর রফিককে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তার করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।’

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে দেবরের মারধরে ভাবি পারভীন আক্তারের (৪২) মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত দেবর রফিকুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত পারভীন একই উপজেলার মুশুরী এলাকার আবদুল হাইয়ের মেয়ে। সে দুই সন্তানের জননী। অন্যদিকে অভিযুক্ত রফিকুল ইসলাম মুশুরী এলাকার শুক্কুর আলীর ছেলে।
গতকাল সোমবার রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভীন আক্তার। এর আগে, গত ২৭ মার্চ পারিবারিক কলহের জের ধরে রফিক লাঠি ও লোহার রড দিয়ে ভাবিকে মারধর করেন। এই ঘটনায় নিহতের বড় ভাই মাসুম মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় রফিক ও তার ছেলে রনিকে আসামি করা হয়েছে।
মামলার বাদী মাসুম বলেন, ২৫ বছর আগে আমার বোনের বিয়ে হয় রফিকের বড় ভাই নজরুল ইসলামের সঙ্গে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে। গত ২৭ মার্চ রফিকুল তার ছেলে রনির সঙ্গে ঝগড়া বিবাদ করতে থাকে। বাবা-ছেলের ঝগড়া থামাতে যায় ভাবি পারভীন আক্তার। এ সময় রফিকুল ও রনি উত্তেজিত অবস্থায় পারভীনকে পিটিয়ে আহত করে।
ঘটনার পরপরেই আহত পারভীনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৩ এপ্রিল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মঙ্গলবার এই ঘটনায় থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেপ্তার করে।
এই বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, ‘নিহতের খবর পেয়ে দেবর রফিককে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তার করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।’

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
৯ মিনিট আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১৪ মিনিট আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
২৩ মিনিট আগে
মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
২৮ মিনিট আগে