সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেওয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। আজ রোববার ইপিজেডের কর্মকর্তা মুনসুর হাওলাদার বাদী হয়ে থানায় মামলাটি করেন। মামলায় ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় ইপিজেডে অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর ও নিরাপত্তাকর্মীদের মারধরের অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় আটক ৪৫ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান ওসি।
এর আগে গতকাল শনিবার বিকেলে ‘মার্চ ফর গাজা’ মিছিলে যোগ না দেওয়ায় কয়েক শ লোক ইপিজেড এলাকায় ঢুকে পোশাক কারখানাগুলোতে হামলার ও ভাঙচুর চালান।
মামলার এজাহারে বলা হয়েছে, হামলাকারী ব্যক্তিরা ইপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড, ইউনিক বিডি লিমিটেড, সিম্মা ইউনিট-২ ও অনন্ত হুয়াজিং লিমিটেডে ভাঙচুর চালান। অনন্ত হুয়াজিং লিমিটেড কারখানাটির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীকে মারধরও করেন। কারখানা বন্ধ না করলে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন তাঁরা। খবর পেয়ে যৌথ বাহিনী পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইউম খান আজকের পত্রিকাকে বলেন, ইপিজেডে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৫ জনকে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের আজ আদালতে তোলা হবে।

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেওয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। আজ রোববার ইপিজেডের কর্মকর্তা মুনসুর হাওলাদার বাদী হয়ে থানায় মামলাটি করেন। মামলায় ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় ইপিজেডে অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর ও নিরাপত্তাকর্মীদের মারধরের অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় আটক ৪৫ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান ওসি।
এর আগে গতকাল শনিবার বিকেলে ‘মার্চ ফর গাজা’ মিছিলে যোগ না দেওয়ায় কয়েক শ লোক ইপিজেড এলাকায় ঢুকে পোশাক কারখানাগুলোতে হামলার ও ভাঙচুর চালান।
মামলার এজাহারে বলা হয়েছে, হামলাকারী ব্যক্তিরা ইপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড, ইউনিক বিডি লিমিটেড, সিম্মা ইউনিট-২ ও অনন্ত হুয়াজিং লিমিটেডে ভাঙচুর চালান। অনন্ত হুয়াজিং লিমিটেড কারখানাটির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীকে মারধরও করেন। কারখানা বন্ধ না করলে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন তাঁরা। খবর পেয়ে যৌথ বাহিনী পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইউম খান আজকের পত্রিকাকে বলেন, ইপিজেডে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৫ জনকে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের আজ আদালতে তোলা হবে।

নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১৯ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
২১ মিনিট আগে
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
৩৬ মিনিট আগে