নারায়ণগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, ‘আমাদের ভাই-বোনেরা যে রক্ত দিয়েছেন, সেটাকে প্রকৃত সফলতায় নিয়ে যাওয়ার জন্য জুলাই স্পিরিটের আলোচনা জারি রাখতে হবে। জুলাই বিপ্লবের স্পিরিট ছিল ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে দাঁড়ানো। এ জন্য আবারও জীবন দিতে হলে রক্ত দিতে হলেও আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না, ন্যায়ের পক্ষে থাকব।’
গতকাল শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সদস্য ও সাথিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি এসব কথা বলেন। শহরের মাসদাইর এলাকার বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জাহিদুল ইসলাম বলেন, ‘জুলাইয়ের আরেকটা স্পিরিট ছিল আমরা মাজলুম। কোনো না কোনোভাবে জুলুমের শিকার হচ্ছি। আরেকটা পক্ষ বারবার জুলুম করেই যাচ্ছে। জালেম ও মাজলুমের মধ্যকার লড়াইয়ে আল্লাহর সাহায্য অবধারিত, সেটা জুলাইয়ের আন্দোলন প্রমাণ করে দিয়েছে। জুলাইয়ের বড় কনসেপ্ট ছিল ঐক্যবদ্ধ হওয়া। আমাদের মতের ভিন্নতা ছিল, চিন্তার ভিন্নতা ছিল, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়েছি।’
জুলাইয়ের ক্রেডিট নিয়ে চলমান বিতর্কের বিষয় উল্লেখ করে শিবির সভাপতি বলেন, ‘আজকের এই দিনে মনে হচ্ছে আমরা জুলাই স্পিরিটকে ভুলে যাচ্ছি। ওই সময় যে মানসিকতা ছিল, কেন জানি সেটা থেকে সরে যাচ্ছি। দুনিয়ার প্রাপ্তির দিকে নজর চলে যাচ্ছে। ক্রেডিট নিয়ে একধরনের ডিবেট শুরু হয়ে গেছে। কে কার চেয়ে কত বেশি করেছি। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. ইসমাইলের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন মহানগর জামায়াতের আমির ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, ‘আমাদের ভাই-বোনেরা যে রক্ত দিয়েছেন, সেটাকে প্রকৃত সফলতায় নিয়ে যাওয়ার জন্য জুলাই স্পিরিটের আলোচনা জারি রাখতে হবে। জুলাই বিপ্লবের স্পিরিট ছিল ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে দাঁড়ানো। এ জন্য আবারও জীবন দিতে হলে রক্ত দিতে হলেও আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না, ন্যায়ের পক্ষে থাকব।’
গতকাল শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সদস্য ও সাথিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি এসব কথা বলেন। শহরের মাসদাইর এলাকার বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জাহিদুল ইসলাম বলেন, ‘জুলাইয়ের আরেকটা স্পিরিট ছিল আমরা মাজলুম। কোনো না কোনোভাবে জুলুমের শিকার হচ্ছি। আরেকটা পক্ষ বারবার জুলুম করেই যাচ্ছে। জালেম ও মাজলুমের মধ্যকার লড়াইয়ে আল্লাহর সাহায্য অবধারিত, সেটা জুলাইয়ের আন্দোলন প্রমাণ করে দিয়েছে। জুলাইয়ের বড় কনসেপ্ট ছিল ঐক্যবদ্ধ হওয়া। আমাদের মতের ভিন্নতা ছিল, চিন্তার ভিন্নতা ছিল, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়েছি।’
জুলাইয়ের ক্রেডিট নিয়ে চলমান বিতর্কের বিষয় উল্লেখ করে শিবির সভাপতি বলেন, ‘আজকের এই দিনে মনে হচ্ছে আমরা জুলাই স্পিরিটকে ভুলে যাচ্ছি। ওই সময় যে মানসিকতা ছিল, কেন জানি সেটা থেকে সরে যাচ্ছি। দুনিয়ার প্রাপ্তির দিকে নজর চলে যাচ্ছে। ক্রেডিট নিয়ে একধরনের ডিবেট শুরু হয়ে গেছে। কে কার চেয়ে কত বেশি করেছি। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. ইসমাইলের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন মহানগর জামায়াতের আমির ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার।

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিম (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
৪ মিনিট আগে
বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
২৮ মিনিট আগে
টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২ ঘণ্টা আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২ ঘণ্টা আগে