নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ফতুল্লার পিলকুনি কবরস্থান সংলগ্ন ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কিশোরের নাম রাজু (১৭)। সে ফতুল্লার লালপুর পৌষারপুকুর পাড় এলাকার মোক্তার হোসেনের ছেলে। ওই কিশোর পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক।
এর আগে গত ১২ মার্চ রাতে অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ হয় রাজু।
ইজিবাইক গ্যারেজ মালিক বাবুল হোসেন বলেন, ‘গত মঙ্গলবার রাতে তারাবি নামাজ শেষে ১০টার দিকে ইজিবাইক নিয়ে বের হয় বাবুল। বুধবার সকালে তার গ্যারেজে ফিরে আসার কথা। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়, বাসায় খোঁজ নিয়ে জানা যায় বাসায় ফেরেনি। বুধবার সারা দিন তার অপেক্ষায় থাকার পর রাতে থানায় গেলে বৃহস্পতিবার সকালে পুলিশ জিডি করার পরামর্শ দেয়। কিন্তু সকালে শুনলাম রাজুর মরদেহ পাওয়া গেছে।’
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে রাজুকে হত্যা করা হয়েছে। তাঁর ব্যবহৃত অটোরিকশা এখনো পাওয়া যায়নি। মরদেহটি ডোবায় দুদিন পরে থাকায় পচন ধরেছে। ফলে কীভাবে তাকে হত্যা করা হয়েছে তা সুরতহাল প্রতিবেদনে স্পষ্ট নয়। আমরা মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
সাইফুল আরও বলেন, ‘সম্ভাব্য খুনিদের ধরতে আমাদের অভিযান চলছে। সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্র এই কাজ করে থাকতে পারে আমাদের ধারণা। নিহতের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।’

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ফতুল্লার পিলকুনি কবরস্থান সংলগ্ন ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কিশোরের নাম রাজু (১৭)। সে ফতুল্লার লালপুর পৌষারপুকুর পাড় এলাকার মোক্তার হোসেনের ছেলে। ওই কিশোর পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক।
এর আগে গত ১২ মার্চ রাতে অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ হয় রাজু।
ইজিবাইক গ্যারেজ মালিক বাবুল হোসেন বলেন, ‘গত মঙ্গলবার রাতে তারাবি নামাজ শেষে ১০টার দিকে ইজিবাইক নিয়ে বের হয় বাবুল। বুধবার সকালে তার গ্যারেজে ফিরে আসার কথা। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়, বাসায় খোঁজ নিয়ে জানা যায় বাসায় ফেরেনি। বুধবার সারা দিন তার অপেক্ষায় থাকার পর রাতে থানায় গেলে বৃহস্পতিবার সকালে পুলিশ জিডি করার পরামর্শ দেয়। কিন্তু সকালে শুনলাম রাজুর মরদেহ পাওয়া গেছে।’
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে রাজুকে হত্যা করা হয়েছে। তাঁর ব্যবহৃত অটোরিকশা এখনো পাওয়া যায়নি। মরদেহটি ডোবায় দুদিন পরে থাকায় পচন ধরেছে। ফলে কীভাবে তাকে হত্যা করা হয়েছে তা সুরতহাল প্রতিবেদনে স্পষ্ট নয়। আমরা মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
সাইফুল আরও বলেন, ‘সম্ভাব্য খুনিদের ধরতে আমাদের অভিযান চলছে। সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্র এই কাজ করে থাকতে পারে আমাদের ধারণা। নিহতের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে