
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে উত্তর সেনপাড়া এলাকার একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিকল বাঁধা অবস্থায় রুমা আক্তার (৩২) নামে এক মানসিক প্রতিবন্ধী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এতে আহত হয়েছেন নিহতের মা তাছলিমা বেগম।
নিহত রুমা আক্তার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম বাগড়া এলাকার বাদশা মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, বুধবার রাত ৩টার দিকে উপজেলার কাঁচপুরে সেনপাড়া এলাকায় অবস্থিত ফজলুল হক ও মোতালেব মিয়ার কলোনিতে বিদ্যুতের আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ফজলুল হক কলোনির ৩৩টি টিনশেড ঘর ও মোতালেব মিয়ার কলোনির ৮টিসহ অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে শিকল বাঁধা অবস্থায় মানসিক প্রতিবন্ধী রুমা আক্তার (৩২) নামে একজন নিহত হয়েছেন। তাঁকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তাঁর মা তাছলিমা বেগম অগ্নিদগ্ধ হয়েছেন।
আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে সোনারগাঁ, ডেমরা ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত রুমা আক্তারের বড় বোন ঝুমা আক্তার জানান, তাঁর মা কাঁচপুরে পোশাক কারখানায় কাজ করতেন। ছোট বোন রুমা আক্তার গত ৬ ফেব্রুয়ারি কাচঁপুরে তাঁদের ভাড়া বাসায় বেড়াতে আসেন। তিনি মানসিক প্রতিবন্ধী থাকায় তাঁকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। রাত ৩টায় ঘরের চালে আগুন দেখে তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে আসেন তাঁরা। পরে রুমার কথা মনে পড়লে তাঁকে বাঁচাতে গেলে তাঁর মা অগ্নিদগ্ধ হয়ে আহত হন এবং রুমা অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ফজলুল হক ও মোতালিব মিয়া দাবি করছেন, আগুনে তাদের টিনশেড ঘর ও ভাড়াটিয়াদের মালামালসহ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।
ডেমরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ওসমান গনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে অগ্নিদগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এদিকে এ ঘটনায় আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে উত্তর সেনপাড়া এলাকার একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিকল বাঁধা অবস্থায় রুমা আক্তার (৩২) নামে এক মানসিক প্রতিবন্ধী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এতে আহত হয়েছেন নিহতের মা তাছলিমা বেগম।
নিহত রুমা আক্তার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম বাগড়া এলাকার বাদশা মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, বুধবার রাত ৩টার দিকে উপজেলার কাঁচপুরে সেনপাড়া এলাকায় অবস্থিত ফজলুল হক ও মোতালেব মিয়ার কলোনিতে বিদ্যুতের আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ফজলুল হক কলোনির ৩৩টি টিনশেড ঘর ও মোতালেব মিয়ার কলোনির ৮টিসহ অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে শিকল বাঁধা অবস্থায় মানসিক প্রতিবন্ধী রুমা আক্তার (৩২) নামে একজন নিহত হয়েছেন। তাঁকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তাঁর মা তাছলিমা বেগম অগ্নিদগ্ধ হয়েছেন।
আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে সোনারগাঁ, ডেমরা ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত রুমা আক্তারের বড় বোন ঝুমা আক্তার জানান, তাঁর মা কাঁচপুরে পোশাক কারখানায় কাজ করতেন। ছোট বোন রুমা আক্তার গত ৬ ফেব্রুয়ারি কাচঁপুরে তাঁদের ভাড়া বাসায় বেড়াতে আসেন। তিনি মানসিক প্রতিবন্ধী থাকায় তাঁকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। রাত ৩টায় ঘরের চালে আগুন দেখে তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে আসেন তাঁরা। পরে রুমার কথা মনে পড়লে তাঁকে বাঁচাতে গেলে তাঁর মা অগ্নিদগ্ধ হয়ে আহত হন এবং রুমা অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ফজলুল হক ও মোতালিব মিয়া দাবি করছেন, আগুনে তাদের টিনশেড ঘর ও ভাড়াটিয়াদের মালামালসহ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।
ডেমরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ওসমান গনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে অগ্নিদগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এদিকে এ ঘটনায় আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে