নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের হামলায় মনিরুজ্জামান মনু (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টায় তাঁকে নিজ বাড়িতে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। যার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক ফেসবুকে।
নিহত মনিরুজ্জামান সিটি করপোরেশনের আওতাধীন বন্দর থানার ২৭ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকার মৃত কামালুউদ্দিনের ছেলে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে মনুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মনু গাজীপুরে বসবাস করে। তবে গত বৃহস্পতিবার রাতে সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নে থাকা তার মামি মারা গেলে জানাজায় অংশ নিতে রাতে নারায়ণগঞ্জ আসে। জানাজা শেষে বন্দরের মুরাদপুর এলাকায় অবস্থান করে। বাড়িতে থাকার খবর পেয়ে শুক্রবার ১১টার দিকে প্রতিপক্ষ গ্রুপের লোকজন এসে তাকে পিটিয়ে জখম করে।
নিহত মনিরুজ্জামানের ছেলে মিনহাজ বলেন, ‘এলাকার নুরা মিয়ার তিন ছেলে মিঠু, টিটু ও মনিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল আমার বাবাকে ঘর থেকে টেনে বের করে। এরপর তারা বাবার শরীরে গুলি চালায় ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করে। সন্ত্রাসীরা তাকে নিথর অবস্থায় ফেলে যাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে।’
স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনিরুজ্জামানের পরিবারের আরও তিন সদস্য প্রতিপক্ষের হামলায় মারা গেছেন। তারা হলেন মনিরের ভাই নুরুজ্জামান নুরা, বাবুল আক্তার ও বড়বোন নিলুফা। এলাকায় সুবিধা করতে না পেরে কয়েক বছর ধরে গাজীপুরের কাপাসিয়া এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করতেন।
ওসি গোলাম মোস্তফা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে একই এলাকার আরেকটি সন্ত্রাসী গ্রুপ। তাদের ধরতে আমাদের অভিযান চলছে।’

নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের হামলায় মনিরুজ্জামান মনু (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টায় তাঁকে নিজ বাড়িতে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। যার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক ফেসবুকে।
নিহত মনিরুজ্জামান সিটি করপোরেশনের আওতাধীন বন্দর থানার ২৭ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকার মৃত কামালুউদ্দিনের ছেলে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে মনুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মনু গাজীপুরে বসবাস করে। তবে গত বৃহস্পতিবার রাতে সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নে থাকা তার মামি মারা গেলে জানাজায় অংশ নিতে রাতে নারায়ণগঞ্জ আসে। জানাজা শেষে বন্দরের মুরাদপুর এলাকায় অবস্থান করে। বাড়িতে থাকার খবর পেয়ে শুক্রবার ১১টার দিকে প্রতিপক্ষ গ্রুপের লোকজন এসে তাকে পিটিয়ে জখম করে।
নিহত মনিরুজ্জামানের ছেলে মিনহাজ বলেন, ‘এলাকার নুরা মিয়ার তিন ছেলে মিঠু, টিটু ও মনিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল আমার বাবাকে ঘর থেকে টেনে বের করে। এরপর তারা বাবার শরীরে গুলি চালায় ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করে। সন্ত্রাসীরা তাকে নিথর অবস্থায় ফেলে যাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে।’
স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনিরুজ্জামানের পরিবারের আরও তিন সদস্য প্রতিপক্ষের হামলায় মারা গেছেন। তারা হলেন মনিরের ভাই নুরুজ্জামান নুরা, বাবুল আক্তার ও বড়বোন নিলুফা। এলাকায় সুবিধা করতে না পেরে কয়েক বছর ধরে গাজীপুরের কাপাসিয়া এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করতেন।
ওসি গোলাম মোস্তফা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে একই এলাকার আরেকটি সন্ত্রাসী গ্রুপ। তাদের ধরতে আমাদের অভিযান চলছে।’

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
৩ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
১৩ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
২১ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে