সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জে জেলা বিএনপির অবস্থান কর্মসূচির আগের রাতে বিএনপি নেতাদের বাড়িতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
জানা গেছে, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্যসচিব ও নাসিক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনের বাড়িতে গিয়েছিল ডিবি পুলিশ।
বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, মূলত আজ শনিবার নারায়ণগঞ্জ জেলা বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে নেতা-কর্মীদের বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অভিযান চালাচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হয়, সে জন্য ডিবি পুলিশ অভিযানে গিয়েছে। কাউকে হয়রানি করার জন্য নয়।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ বলছে, বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে অভিযানের বিষয় কিছু জানে না তারা। থানা-পুলিশের সদস্যদের মধ্যে কেউ সেখানে উপস্থিত ছিলেন না। ডিবি পুলিশ অভিযান করতে পারে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্যসচিব ও নাসিক ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, ‘গতকাল রাত ১টার দিকে কয়েক গাড়ি ডিবি পুলিশ আমার বাড়ির সামনে অবস্থান নেয়। সেখানে তারা আমার বাড়ির গেটে কয়েকবার ধাক্কা দিয়ে চলে যায়। আজ সকালে আমাদের অবস্থান কর্মসূচিস্থলের স্টেজ ভেঙে দিয়েছে পুলিশ।’
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, গতকাল রাত ১২টায় চারটি মাইক্রোবাসে করে ডিবি পুলিশ তাঁর সিদ্ধিরগঞ্জের বাড়িতে আসে। শুরুতেই তারা কয়েকটি সিসি ক্যামেরা ভাঙচুর করে। এরপর তারা বাড়ির ফটকে একের পর এক ধাক্কা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।
গিয়াসউদ্দিন বলেন, তাঁর বিরুদ্ধে থানায় বর্তমানে কোনো ওয়ারেন্ট বা মামলা নেই। মূলত আজ জেলা বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করার জন্য ডিবি পুলিশ এই অভিযান পরিচালনা করেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘গিয়াসউদ্দিনের বাড়িতে অভিযানের বিষয়ে আমার কিছু জানা নেই। হয়তো ডিবি পুলিশ অভিযান করেছে। তবে অভিযানে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের কেউ ছিলেন না।’

নারায়ণগঞ্জে জেলা বিএনপির অবস্থান কর্মসূচির আগের রাতে বিএনপি নেতাদের বাড়িতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
জানা গেছে, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্যসচিব ও নাসিক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনের বাড়িতে গিয়েছিল ডিবি পুলিশ।
বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, মূলত আজ শনিবার নারায়ণগঞ্জ জেলা বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে নেতা-কর্মীদের বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অভিযান চালাচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হয়, সে জন্য ডিবি পুলিশ অভিযানে গিয়েছে। কাউকে হয়রানি করার জন্য নয়।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ বলছে, বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে অভিযানের বিষয় কিছু জানে না তারা। থানা-পুলিশের সদস্যদের মধ্যে কেউ সেখানে উপস্থিত ছিলেন না। ডিবি পুলিশ অভিযান করতে পারে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্যসচিব ও নাসিক ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, ‘গতকাল রাত ১টার দিকে কয়েক গাড়ি ডিবি পুলিশ আমার বাড়ির সামনে অবস্থান নেয়। সেখানে তারা আমার বাড়ির গেটে কয়েকবার ধাক্কা দিয়ে চলে যায়। আজ সকালে আমাদের অবস্থান কর্মসূচিস্থলের স্টেজ ভেঙে দিয়েছে পুলিশ।’
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, গতকাল রাত ১২টায় চারটি মাইক্রোবাসে করে ডিবি পুলিশ তাঁর সিদ্ধিরগঞ্জের বাড়িতে আসে। শুরুতেই তারা কয়েকটি সিসি ক্যামেরা ভাঙচুর করে। এরপর তারা বাড়ির ফটকে একের পর এক ধাক্কা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।
গিয়াসউদ্দিন বলেন, তাঁর বিরুদ্ধে থানায় বর্তমানে কোনো ওয়ারেন্ট বা মামলা নেই। মূলত আজ জেলা বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করার জন্য ডিবি পুলিশ এই অভিযান পরিচালনা করেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘গিয়াসউদ্দিনের বাড়িতে অভিযানের বিষয়ে আমার কিছু জানা নেই। হয়তো ডিবি পুলিশ অভিযান করেছে। তবে অভিযানে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের কেউ ছিলেন না।’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে