নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিআরটিসি বাস ঠিকাদারদের চাঁদা দাবি ও চালকদের মারধরের প্রতিবাদে ভুলতা-কুড়িল বিশ্বরোডে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। গতকাল বুধবার দুপুরে কাঞ্চন সেতুর পশ্চিম পাশে এই বিক্ষোভ করা হয়। এ সময় কয়েকটি বাস আটকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। সড়ক থেকে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পুলিশ সদস্যের ওপর হামলা করেন অটোরিকশাচালকেরা।
বিক্ষুব্ধ অটোরিকশাচালকদের দাবি, সম্প্রতি কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসের ঠিকাদারদের নিয়োজিত রাকিব ও জিহাদের লোকজন অটোরিকশাচালকদের কাছ থেকে মাসে ৩-৪ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের লোকজন বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুরসহ চালকদের মারধর করেন।
গতকাল বুধবার সকালে আবারও অটোরিকশাচালকদের ওপর চড়াও হন তাঁরা। তাতে ক্ষিপ্ত হয়ে অটোরিকশাচালকেরা কাঞ্চন সেতুর পশ্চিম পাশে অবস্থান নেন। সেখানে সড়কে চলাচলরত বিআরটিসি বাস আটকে যাত্রীদের নামিয়ে দেন তাঁরা। অভিযুক্তদের শাস্তির দাবিতে বাস আটকে রাখা হয়।
খবর পেয়ে পূর্বাচল থানার পুলিশ ক্যাম্পের সদস্যরা গিয়ে সড়ক থেকে তাঁদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ অটোরিকশাচালকেরা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু ছাইম ও কনস্টেবল বাচ্চুকে মারধর করেন। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলার শিকার পুলিশের এসআই আবু ছাইম বলেন, ‘বিআরটিসি বাস থেকে যাত্রীদের নিরাপদে নামাতে গেলে অটোরিকশাচালকদের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। তারা আমাদের ওপর হামলা চালায়।’
এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিআরটিসি বাস ঠিকাদারদের চাঁদা দাবি ও চালকদের মারধরের প্রতিবাদে ভুলতা-কুড়িল বিশ্বরোডে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। গতকাল বুধবার দুপুরে কাঞ্চন সেতুর পশ্চিম পাশে এই বিক্ষোভ করা হয়। এ সময় কয়েকটি বাস আটকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। সড়ক থেকে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পুলিশ সদস্যের ওপর হামলা করেন অটোরিকশাচালকেরা।
বিক্ষুব্ধ অটোরিকশাচালকদের দাবি, সম্প্রতি কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসের ঠিকাদারদের নিয়োজিত রাকিব ও জিহাদের লোকজন অটোরিকশাচালকদের কাছ থেকে মাসে ৩-৪ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের লোকজন বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুরসহ চালকদের মারধর করেন।
গতকাল বুধবার সকালে আবারও অটোরিকশাচালকদের ওপর চড়াও হন তাঁরা। তাতে ক্ষিপ্ত হয়ে অটোরিকশাচালকেরা কাঞ্চন সেতুর পশ্চিম পাশে অবস্থান নেন। সেখানে সড়কে চলাচলরত বিআরটিসি বাস আটকে যাত্রীদের নামিয়ে দেন তাঁরা। অভিযুক্তদের শাস্তির দাবিতে বাস আটকে রাখা হয়।
খবর পেয়ে পূর্বাচল থানার পুলিশ ক্যাম্পের সদস্যরা গিয়ে সড়ক থেকে তাঁদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ অটোরিকশাচালকেরা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু ছাইম ও কনস্টেবল বাচ্চুকে মারধর করেন। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলার শিকার পুলিশের এসআই আবু ছাইম বলেন, ‘বিআরটিসি বাস থেকে যাত্রীদের নিরাপদে নামাতে গেলে অটোরিকশাচালকদের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। তারা আমাদের ওপর হামলা চালায়।’
এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১১ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১৫ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩৯ মিনিট আগে