নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় চার্জার ফ্যান থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কাশিপুর শেখবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৯টায় আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়।
আহতেরা হলেন—মো. আব্দুস সালাম মন্ডল (৫০), বুলবুলি (৪০), সোনিয়া (২৭), পুতুল (২৫), মেহেজাবিন (৭)।
আহতদের নিয়ে আসা স্থানীয় বাসিন্দা সোহাগ বলেন, ‘সারা রাত বিদ্যুতের সংযোগ থাকা চার্জার ফ্যানে হঠাৎ আগুন ধরে যায়। সেই আগুন মশারির সঙ্গে লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় দগ্ধ হন একই পরিবারের পাঁচজন। আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে বার্ন ইউনিটে নিয়ে আসি। ডাক্তার বললেন, সবার অবস্থাই গুরুতর।’
আব্দুস সালাম মন্ডলে শরীর ৫০, বুলবুলির ২০, সোনিয়ার ৪০, পুতুলের ২০ ও মেহেজাবিনের ২৫ শতাংশ পুড়ে গেছে বলে জানায় হাসপাতাল সূত্র।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, একই পরিবারের দগ্ধ হওয়া পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহসীন বলেন, আহতেরা সবাই একই ঘরে ঘুমাচ্ছিলেন। রাতে ফ্যান বৈদ্যুতিক সংযোগের সঙ্গে লাগিয়ে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে। অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহে ফ্যান গরম হয়ে আগুন ধরে যায়। সেখান থেকে বিছানায় আগুন লেগে গেলে দগ্ধ হন তাঁরা।

নারায়ণগঞ্জের ফতুল্লায় চার্জার ফ্যান থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কাশিপুর শেখবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৯টায় আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়।
আহতেরা হলেন—মো. আব্দুস সালাম মন্ডল (৫০), বুলবুলি (৪০), সোনিয়া (২৭), পুতুল (২৫), মেহেজাবিন (৭)।
আহতদের নিয়ে আসা স্থানীয় বাসিন্দা সোহাগ বলেন, ‘সারা রাত বিদ্যুতের সংযোগ থাকা চার্জার ফ্যানে হঠাৎ আগুন ধরে যায়। সেই আগুন মশারির সঙ্গে লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় দগ্ধ হন একই পরিবারের পাঁচজন। আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে বার্ন ইউনিটে নিয়ে আসি। ডাক্তার বললেন, সবার অবস্থাই গুরুতর।’
আব্দুস সালাম মন্ডলে শরীর ৫০, বুলবুলির ২০, সোনিয়ার ৪০, পুতুলের ২০ ও মেহেজাবিনের ২৫ শতাংশ পুড়ে গেছে বলে জানায় হাসপাতাল সূত্র।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, একই পরিবারের দগ্ধ হওয়া পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহসীন বলেন, আহতেরা সবাই একই ঘরে ঘুমাচ্ছিলেন। রাতে ফ্যান বৈদ্যুতিক সংযোগের সঙ্গে লাগিয়ে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে। অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহে ফ্যান গরম হয়ে আগুন ধরে যায়। সেখান থেকে বিছানায় আগুন লেগে গেলে দগ্ধ হন তাঁরা।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে