নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাঠিসোঁটা নিয়ে মিছিল ও অবস্থান নিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ। আজ শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় এই মিছিল করে তারা। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল হক ভূঁইয়া রাজুর নেতৃত্বে এই মিছিল হয়। এ সময় অর্ধশতাধিক নেতা-কর্মী মিছিলে অংশ নেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান করছেন।
এ বিষয়ের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘যেকোনো নাশকতা মোকাবিলা করতে আমরা মাঠে প্রস্তুত রয়েছি। আন্দোলনের নামে কোনো নৈরাজ্য আমরা সৃষ্টি করতে দেব না।’
এর আগে বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা মহাসড়কে উঠতে চাইলে প্রথমে বাধা এবং পরে লাঠিপেটা করেন পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা। নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ইটপাটকেল ছুড়লে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, বিএনপি অবস্থান নিতে চেষ্টা করার সময় মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানসহ পাঁচজনকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। এ ঘটনায় দলের অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন।
সংঘর্ষের পরপরই সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ২০-২৫ জন কর্মী সঙ্গে নিয়ে মিছিল করে অবস্থান নেন ঘটনাস্থলে। এর কিছুক্ষণ পরেই অর্ধশতাধিক নেতা-কর্মী লাঠিসোঁটাসহ মিছিল নিয়ে আসেন হাজি ইয়াসিন। দফায় দফায় মিছিল করতে থাকেন তাঁরা।
ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্য ও কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু (প্রশাসন) বলেন, ‘এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বিস্তারিত পরে জানানো হবে।’
এদিকে বেলা ১১টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বিএনপি বা যুগপৎ আন্দোলনে সহযোগী কোনো দলকে অবস্থান নিতে দেখা যায়নি। তবে পুলিশের বিপুল পরিমাণ সদস্য রায়ট কার, জলকামান নিয়ে অবস্থান নেন। এ ছাড়া সড়কে ট্রাক ও পিকআপ নিয়ে মহড়া দিতে দেখা গেছে যুবলীগের নেতা-কর্মীদের।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাঠিসোঁটা নিয়ে মিছিল ও অবস্থান নিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ। আজ শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় এই মিছিল করে তারা। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল হক ভূঁইয়া রাজুর নেতৃত্বে এই মিছিল হয়। এ সময় অর্ধশতাধিক নেতা-কর্মী মিছিলে অংশ নেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান করছেন।
এ বিষয়ের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘যেকোনো নাশকতা মোকাবিলা করতে আমরা মাঠে প্রস্তুত রয়েছি। আন্দোলনের নামে কোনো নৈরাজ্য আমরা সৃষ্টি করতে দেব না।’
এর আগে বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা মহাসড়কে উঠতে চাইলে প্রথমে বাধা এবং পরে লাঠিপেটা করেন পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা। নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ইটপাটকেল ছুড়লে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, বিএনপি অবস্থান নিতে চেষ্টা করার সময় মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানসহ পাঁচজনকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। এ ঘটনায় দলের অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন।
সংঘর্ষের পরপরই সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ২০-২৫ জন কর্মী সঙ্গে নিয়ে মিছিল করে অবস্থান নেন ঘটনাস্থলে। এর কিছুক্ষণ পরেই অর্ধশতাধিক নেতা-কর্মী লাঠিসোঁটাসহ মিছিল নিয়ে আসেন হাজি ইয়াসিন। দফায় দফায় মিছিল করতে থাকেন তাঁরা।
ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্য ও কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু (প্রশাসন) বলেন, ‘এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বিস্তারিত পরে জানানো হবে।’
এদিকে বেলা ১১টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বিএনপি বা যুগপৎ আন্দোলনে সহযোগী কোনো দলকে অবস্থান নিতে দেখা যায়নি। তবে পুলিশের বিপুল পরিমাণ সদস্য রায়ট কার, জলকামান নিয়ে অবস্থান নেন। এ ছাড়া সড়কে ট্রাক ও পিকআপ নিয়ে মহড়া দিতে দেখা গেছে যুবলীগের নেতা-কর্মীদের।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১৪ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৭ মিনিট আগে
যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
৪০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে