সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এক দিন বিরতি দিয়ে আজ বুধবার ভোর থেকে সারা দেশে শুরু হয়েছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ। কর্মসূচির প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে আঞ্চলিক পরিবহনের পাশাপাশি দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে। কর্মস্থলে যাওয়ার জন্য বের হওয়া যাত্রীরা সহজেই গন্তব্যে যেতে পারছেন।
সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ও সাইনবোর্ড এলাকায় গিয়ে এমনই চিত্র দেখা যায়।
আলমগীর হোসেন নামের এক চাকরিজীবী বলেন, ‘অবরোধের অন্যান্য দিন যানবাহন পেতে সমস্যায় পড়তে হলেও আজ এমন কোনো ভোগান্তির শিকার হতে হয়নি। আশা করছি যথাসময়ে গন্তব্যস্থলে যেতে পারব।’
ব্যবসায়ী সামিদুল হকের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ব্যবসায়িক কাজে কুমিল্লার উদ্দেশে বের হয়েছি। অবরোধের অন্যান্য দিনের তুলনায় আজ মহাসড়কে অনেক যানবাহন চলাচল করছে।’
বাসচালক নূর মিয়া বলেন, ‘সকাল থেকেই যাত্রীর চাপ রয়েছে। যাত্রীর জন্য বারবার বিভিন্ন বাস স্টপেজে থামতে হচ্ছে না। আর মহাসড়কে আমরা নির্বিঘ্নেই যাতায়াত করতে পারছি।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে আমরা প্রস্তুত।’
গত ২৮ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা হামলা চালিয়ে মহাসমাবেশ পণ্ড করে দিয়েছে অভিযোগ এনে বিএনপি ও সমমনাদের পক্ষ থেকে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি। প্রথম দফা ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা, তৃতীয় দফা ৮ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা এবং সর্বশেষ চতুর্থ দফায় ১২ নভেম্বর থেকে অবরোধ কর্মসূচির ডাক দেয় দলগুলো, যা ১৪ নভেম্বর সকাল ৬টায় শেষ হয়েছে। এই চার দফায় ১৯৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি।

এক দিন বিরতি দিয়ে আজ বুধবার ভোর থেকে সারা দেশে শুরু হয়েছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ। কর্মসূচির প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে আঞ্চলিক পরিবহনের পাশাপাশি দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে। কর্মস্থলে যাওয়ার জন্য বের হওয়া যাত্রীরা সহজেই গন্তব্যে যেতে পারছেন।
সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ও সাইনবোর্ড এলাকায় গিয়ে এমনই চিত্র দেখা যায়।
আলমগীর হোসেন নামের এক চাকরিজীবী বলেন, ‘অবরোধের অন্যান্য দিন যানবাহন পেতে সমস্যায় পড়তে হলেও আজ এমন কোনো ভোগান্তির শিকার হতে হয়নি। আশা করছি যথাসময়ে গন্তব্যস্থলে যেতে পারব।’
ব্যবসায়ী সামিদুল হকের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ব্যবসায়িক কাজে কুমিল্লার উদ্দেশে বের হয়েছি। অবরোধের অন্যান্য দিনের তুলনায় আজ মহাসড়কে অনেক যানবাহন চলাচল করছে।’
বাসচালক নূর মিয়া বলেন, ‘সকাল থেকেই যাত্রীর চাপ রয়েছে। যাত্রীর জন্য বারবার বিভিন্ন বাস স্টপেজে থামতে হচ্ছে না। আর মহাসড়কে আমরা নির্বিঘ্নেই যাতায়াত করতে পারছি।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে আমরা প্রস্তুত।’
গত ২৮ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা হামলা চালিয়ে মহাসমাবেশ পণ্ড করে দিয়েছে অভিযোগ এনে বিএনপি ও সমমনাদের পক্ষ থেকে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি। প্রথম দফা ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা, তৃতীয় দফা ৮ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা এবং সর্বশেষ চতুর্থ দফায় ১২ নভেম্বর থেকে অবরোধ কর্মসূচির ডাক দেয় দলগুলো, যা ১৪ নভেম্বর সকাল ৬টায় শেষ হয়েছে। এই চার দফায় ১৯৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১৪ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১ ঘণ্টা আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে