ঢামেক প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ রোববার ফতুল্লার তল্লা বড় মসজিদসংলগ্ন মামুনের টিনশেড বাড়িতে ভোররাতে সেহরি গরম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—দিনমজুর হারুন অর রশিদ (৬০), তাঁর স্ত্রী গৃহিণী কমলা বেগম (৪৫) ও মেয়ে কলেজশিক্ষার্থী মারিয়া আক্তার মিম (১৭)।
হারুন অর রশিদ জানান, তাঁরা তল্লার এক টিনশেড বাসায় ভাড়া থাকেন। সেহরির সময় হলে তাঁর স্ত্রী ঘুম থেকে উঠে খাবার গরম করতে রান্নাঘরে যান। এর পরেই রান্নাঘরে বিকট বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে তিনি রান্নাঘরে গিয়ে দেখেন, তাঁর স্ত্রীর সারা শরীরে আগুন জ্বলছে। পাশের জিনিসপত্রেও আগুন। তখন তিনি ও তাঁর মেয়ে হাত দিয়ে কমলা বেগমের শরীরের আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের চিৎকারে আশপাশের ভাড়াটিয়ারা এসে আগুন নেভাতে সাহায্য করে। পরে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
তিনি আরও জানান, তাঁরা গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করেন। হয়তো গ্যাসলাইনে লিকেজের কারণে রান্নাঘরে গ্যাস জমে ছিল। অটো গ্যাসের চুলা চালু করতেই জমে থাকা সেই গ্যাসে বিস্ফোরণ ঘটেছে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সকালের দিকে তাদের তিনজনকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে কমলা বেগমের শ্বাসনালিসহ শরীরের ৬২ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা খুবই আশঙ্কাজনক। এ ছাড়া বাকি দুজনের শরীরে আগুন নেভাতে গিয়ে হাতে সামান্য দগ্ধ হয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কমলা বেগমকে এইচডিইউতে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ রোববার ফতুল্লার তল্লা বড় মসজিদসংলগ্ন মামুনের টিনশেড বাড়িতে ভোররাতে সেহরি গরম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—দিনমজুর হারুন অর রশিদ (৬০), তাঁর স্ত্রী গৃহিণী কমলা বেগম (৪৫) ও মেয়ে কলেজশিক্ষার্থী মারিয়া আক্তার মিম (১৭)।
হারুন অর রশিদ জানান, তাঁরা তল্লার এক টিনশেড বাসায় ভাড়া থাকেন। সেহরির সময় হলে তাঁর স্ত্রী ঘুম থেকে উঠে খাবার গরম করতে রান্নাঘরে যান। এর পরেই রান্নাঘরে বিকট বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে তিনি রান্নাঘরে গিয়ে দেখেন, তাঁর স্ত্রীর সারা শরীরে আগুন জ্বলছে। পাশের জিনিসপত্রেও আগুন। তখন তিনি ও তাঁর মেয়ে হাত দিয়ে কমলা বেগমের শরীরের আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের চিৎকারে আশপাশের ভাড়াটিয়ারা এসে আগুন নেভাতে সাহায্য করে। পরে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
তিনি আরও জানান, তাঁরা গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করেন। হয়তো গ্যাসলাইনে লিকেজের কারণে রান্নাঘরে গ্যাস জমে ছিল। অটো গ্যাসের চুলা চালু করতেই জমে থাকা সেই গ্যাসে বিস্ফোরণ ঘটেছে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সকালের দিকে তাদের তিনজনকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে কমলা বেগমের শ্বাসনালিসহ শরীরের ৬২ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা খুবই আশঙ্কাজনক। এ ছাড়া বাকি দুজনের শরীরে আগুন নেভাতে গিয়ে হাতে সামান্য দগ্ধ হয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কমলা বেগমকে এইচডিইউতে রাখা হয়েছে।

বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা-কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।
৪ মিনিট আগে
এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
২৮ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১ ঘণ্টা আগে