নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় অগ্নিসংযোগের ঘটনায় নিখোঁজ পরিবারের সদস্যরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ রোববার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ করেন নিখোঁজদের পরিবার ও স্বজনেরা।
প্রায় ৫০ জন নিখোঁজ পরিবারের সদস্য, নারী ও শিশুরা নিখোঁজদের ছবি হাতে নিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে তীব্র যানজট সৃষ্টি হয়।
সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির জন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী। তিনি বিক্ষুব্ধ স্বজনদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। পরে নিখোঁজ স্বজনেরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিখোঁজদের বিষয়ে সুষ্ঠু ব্যাখ্যা জানতে চান।
নিখোঁজ স্বজনেরা বলেন, গত ২৫ আগস্ট রাতে রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনার পর থেকে তাঁদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছে। ৪ মাস হয়ে গেলেও তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছে। অনেকেই বলছে আর বেঁচে নেই। কিন্তু তাদের লাশ কিংবা দেহাবশেষ কিছুই দেওয়া হচ্ছে না।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, গাজী টায়ারসে আগুনের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটি ১৮২ জন নিখোঁজের একটি তালিকা তৈরি করেছে। তাঁদের ভাগ্যে আসলে কি ঘটেছে সেটা যাচাই–বাছাই করার জন্য পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, গাজী টায়ারসে আগুনের ঘটনায় একটি জিডি দায়ের হয়েছিল এবং জেলা প্রশাসনের একটি তদন্ত কমিটিও প্রতিবেদন দিয়েছে। এ বিষয় নিয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বেশ কিছু হাড় পাওয়া গিয়েছিল। সেগুলো ডিএনএ প্রতিবেদনের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় অগ্নিসংযোগের ঘটনায় নিখোঁজ পরিবারের সদস্যরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ রোববার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ করেন নিখোঁজদের পরিবার ও স্বজনেরা।
প্রায় ৫০ জন নিখোঁজ পরিবারের সদস্য, নারী ও শিশুরা নিখোঁজদের ছবি হাতে নিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে তীব্র যানজট সৃষ্টি হয়।
সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির জন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী। তিনি বিক্ষুব্ধ স্বজনদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। পরে নিখোঁজ স্বজনেরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিখোঁজদের বিষয়ে সুষ্ঠু ব্যাখ্যা জানতে চান।
নিখোঁজ স্বজনেরা বলেন, গত ২৫ আগস্ট রাতে রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনার পর থেকে তাঁদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছে। ৪ মাস হয়ে গেলেও তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছে। অনেকেই বলছে আর বেঁচে নেই। কিন্তু তাদের লাশ কিংবা দেহাবশেষ কিছুই দেওয়া হচ্ছে না।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, গাজী টায়ারসে আগুনের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটি ১৮২ জন নিখোঁজের একটি তালিকা তৈরি করেছে। তাঁদের ভাগ্যে আসলে কি ঘটেছে সেটা যাচাই–বাছাই করার জন্য পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, গাজী টায়ারসে আগুনের ঘটনায় একটি জিডি দায়ের হয়েছিল এবং জেলা প্রশাসনের একটি তদন্ত কমিটিও প্রতিবেদন দিয়েছে। এ বিষয় নিয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বেশ কিছু হাড় পাওয়া গিয়েছিল। সেগুলো ডিএনএ প্রতিবেদনের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।

পাকিস্তান ও চীনের ক্রমবর্ধমান কৌশলগত জোটকে ‘চরম বিপজ্জনক’ আখ্যা দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে একটি খোলা চিঠি দিয়েছেন বালুচ নেতা ও মানবাধিকারকর্মী মীর ইয়ার বালুচ। চিঠিতে তিনি সতর্ক করে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে বালুচিস্তানে চীনা সেনাবাহিনী মোতায়েন হতে পারে, যা ভারত ও বালুচিস্তান...
১৩ মিনিট আগে
রাজশাহীতে বিএনপির এক কর্মীর বিরুদ্ধে থানায় চাঁদা দাবির অভিযোগ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছেন দুই ঠিকাদার। বৃহস্পতিবার রাস্তার কাজের সাইটে গিয়ে চাঁদা দাবির কারণে বিএনপির ওই কর্মীকে পিটুনি দেওয়া হয়েছিল। এ জন্য তাঁর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। তবে এজাহারে দাবি করা হয়েছে, পূর্বশত্রুতার
১৩ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে নারীসহ অন্তত ৩০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারীতে প্রাণ-আরএফএল গ্রুপ পরিচালিত বঙ্গ মিলার্স লিমিটেড কোম্পানির কারখানায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকায় বিটিআরসি ভবনে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ৪৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২৭ মিনিট আগে