নারায়ণগঞ্জ প্রতিনিধি

চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজের সাতজন শ্রমিক হত্যার ঘটনায় বিচারসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকেরা। গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে সব ধরনের পণ্যবাহী নৌযান শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। শীতলক্ষ্যার তীরে জাহাজ নোঙর করে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের নেতা-কর্মীরা। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সাতজন শ্রমিক হত্যার বিচার, ক্ষতিপূরণ, নৌপথে ডাকাতি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।
বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাস্টার বলেন, ‘আকাশ মণ্ডল ওরফে ইরফান কর্তৃক সারবোঝাই পণ্যবাহী এমভি আল বাখেরা জাহাজের আটজন স্টাফকে যেভাবে কোপানো হয়েছে এবং বিশাল একটি জাহাজ একাই চালিয়েছেন বলে দাবি করা হয়েছে, তাতে মনে হয় এটা তাঁর একার কাজ হতে পারে না। আমরা এ ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনসহ এর সঙ্গে আর করা জড়িত, তা বের করার দাবি করছি।’

সবুজ শিকদার মাস্টার আরও বলেন, ‘আমরা সারা দেশে হাজার হাজার পণ্যবাহী নৌযান ও কয়েক লাখ শ্রমিকের নিরাপত্তাও দাবি করছি। যারা ওই জাহাজে হতাহতের শিকার হয়েছেন, সরকারের পক্ষ থেকে জনপ্রতি ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণও দাবি করছি। নৌপথের শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা দিতে হবে। সকল শ্রমিককে গেজেট অনুযায়ী বকেয়া বেতন ও পাওনা পরিশোধ করতে হবে।’
বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সম্পাদক বলেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতিসহ পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে। আগামীকালের মধ্যে প্রকৃত দোষীরা গ্রেপ্তার না হলে লঞ্চ শ্রমিকেরাও এই কর্মবিরতিতে যুক্ত হবে।’
এদিকে শ্রমিকেরা বলেন, ওই ঘটনার পর চাঁদপুর নৌপথে সব ধরনের নৌ শ্রমিকেরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’

চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজের সাতজন শ্রমিক হত্যার ঘটনায় বিচারসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকেরা। গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে সব ধরনের পণ্যবাহী নৌযান শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। শীতলক্ষ্যার তীরে জাহাজ নোঙর করে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের নেতা-কর্মীরা। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সাতজন শ্রমিক হত্যার বিচার, ক্ষতিপূরণ, নৌপথে ডাকাতি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।
বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাস্টার বলেন, ‘আকাশ মণ্ডল ওরফে ইরফান কর্তৃক সারবোঝাই পণ্যবাহী এমভি আল বাখেরা জাহাজের আটজন স্টাফকে যেভাবে কোপানো হয়েছে এবং বিশাল একটি জাহাজ একাই চালিয়েছেন বলে দাবি করা হয়েছে, তাতে মনে হয় এটা তাঁর একার কাজ হতে পারে না। আমরা এ ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনসহ এর সঙ্গে আর করা জড়িত, তা বের করার দাবি করছি।’

সবুজ শিকদার মাস্টার আরও বলেন, ‘আমরা সারা দেশে হাজার হাজার পণ্যবাহী নৌযান ও কয়েক লাখ শ্রমিকের নিরাপত্তাও দাবি করছি। যারা ওই জাহাজে হতাহতের শিকার হয়েছেন, সরকারের পক্ষ থেকে জনপ্রতি ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণও দাবি করছি। নৌপথের শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা দিতে হবে। সকল শ্রমিককে গেজেট অনুযায়ী বকেয়া বেতন ও পাওনা পরিশোধ করতে হবে।’
বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সম্পাদক বলেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতিসহ পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে। আগামীকালের মধ্যে প্রকৃত দোষীরা গ্রেপ্তার না হলে লঞ্চ শ্রমিকেরাও এই কর্মবিরতিতে যুক্ত হবে।’
এদিকে শ্রমিকেরা বলেন, ওই ঘটনার পর চাঁদপুর নৌপথে সব ধরনের নৌ শ্রমিকেরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
৫ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
৭ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
২১ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
২৩ মিনিট আগে