নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আন্তজেলা ডাকাত দল সক্রিয় রয়েছে। এই ডাকাত দলের সদস্যরা দিনের বেলায় বিভিন্ন পেশার আড়ালে থাকলেও রাতে ভয়ংকর হয়ে ওঠে। তাঁদের মূল টার্গেট স্বর্ণের দোকান, শিল্পকারখানা ও ব্যাংকে ডাকাতি করা। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থেকে ডাকাত দলের মূল হোতাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।
র্যাবের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন—হিটু মিয়া (৪০), ফরহাদ আলী (৫৮), লিটন শেখ (৩৮), রিপন মৃধা ওরফে জামাই রিপন (২৯), স্বপন মিয়া (২৭), জাকির ব্যাপারী (২৯), জলিল খান (৪০), শ্রী লক্ষণ চন্দ্র দাস (২৬), শ্রী অজিত চন্দ্র সূত্রধর (২৭) ও ইখতিয়ার হোসেন (৪৭)। তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি শটগান, একটি পাইপগান, দুটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, দুটি কার্তুজসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ১০টি মোবাইল ফোনসেট ও ৩১ হাজার টাকা।
র্যাব-১-এর অধিনায়ক আব্দুল্লাহ আল মোমেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। এই চক্র ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে স্বর্ণের দোকান, শিল্পকারখানায় ডাকাতি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। এই চক্রের সদস্যরা দেশের ভিন্ন ভিন্ন জেলায় বাস করে। তাঁরা ডাকাতির পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত স্থানে একত্রিত হতেন বলে জানা গেছে।
ডাকাতির জন্য চক্রটি প্রথমে টার্গেট নির্ধারণ করে। চক্রের দু-একজন সদস্য ঘটনাস্থলের আশপাশে অবস্থান নেন। টার্গেটকৃত প্রতিষ্ঠানে দুই থেকে তিনজন প্রবেশ করেন এবং মূল দলটি মাইক্রোবাসসহ সুবিধাজনক স্থানে অপেক্ষা করতে থাকে। চক্রটি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এরই মধ্যে ১১টি ডাকাতি করেছে বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের নামে ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় মামলা রয়েছে বলেও জানিয়েছে র্যাব।

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আন্তজেলা ডাকাত দল সক্রিয় রয়েছে। এই ডাকাত দলের সদস্যরা দিনের বেলায় বিভিন্ন পেশার আড়ালে থাকলেও রাতে ভয়ংকর হয়ে ওঠে। তাঁদের মূল টার্গেট স্বর্ণের দোকান, শিল্পকারখানা ও ব্যাংকে ডাকাতি করা। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থেকে ডাকাত দলের মূল হোতাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।
র্যাবের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন—হিটু মিয়া (৪০), ফরহাদ আলী (৫৮), লিটন শেখ (৩৮), রিপন মৃধা ওরফে জামাই রিপন (২৯), স্বপন মিয়া (২৭), জাকির ব্যাপারী (২৯), জলিল খান (৪০), শ্রী লক্ষণ চন্দ্র দাস (২৬), শ্রী অজিত চন্দ্র সূত্রধর (২৭) ও ইখতিয়ার হোসেন (৪৭)। তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি শটগান, একটি পাইপগান, দুটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, দুটি কার্তুজসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ১০টি মোবাইল ফোনসেট ও ৩১ হাজার টাকা।
র্যাব-১-এর অধিনায়ক আব্দুল্লাহ আল মোমেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। এই চক্র ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে স্বর্ণের দোকান, শিল্পকারখানায় ডাকাতি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। এই চক্রের সদস্যরা দেশের ভিন্ন ভিন্ন জেলায় বাস করে। তাঁরা ডাকাতির পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত স্থানে একত্রিত হতেন বলে জানা গেছে।
ডাকাতির জন্য চক্রটি প্রথমে টার্গেট নির্ধারণ করে। চক্রের দু-একজন সদস্য ঘটনাস্থলের আশপাশে অবস্থান নেন। টার্গেটকৃত প্রতিষ্ঠানে দুই থেকে তিনজন প্রবেশ করেন এবং মূল দলটি মাইক্রোবাসসহ সুবিধাজনক স্থানে অপেক্ষা করতে থাকে। চক্রটি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এরই মধ্যে ১১টি ডাকাতি করেছে বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের নামে ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় মামলা রয়েছে বলেও জানিয়েছে র্যাব।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে