Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা-মেয়ে দগ্ধ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা-মেয়ে দগ্ধ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে মা-মেয়ে দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার (৩০ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি টিনশেড বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন নাজমা বেগম (৪০) ও তাঁর মেয়ে মোছাম্মত আফরোজ আক্তার (১৬)। নাজমা বেগম বাসাবাড়িতে কাজ করেন।

গুরুতর দগ্ধ অবস্থায় মা-মেয়েকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তাঁদের সঙ্গে থাকা রুবেল খান জানান, সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন ওই মা-মেয়ে। ওই বাসার নিচ দিয়ে গ্যাসের লাইন গেছে। ওই গ্যাসে লাইনের লিকেজ থেকে রাতে বিস্ফোরণে মা-মেয়ে দগ্ধ হন। পরে আমরা তাঁদের দুজনকে উদ্ধার করে জাতীয় বার্নে ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক শাওয়ন বিন রহমান বলেন, ‘নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা ও মেয়ে দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন। মা নাজমা বেগমের শরীরে ২২ শতাংশ দগ্ধ হয়েছে ও মেয়ে আফরোজা আক্তারের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের শ্বাসনালি পুড়ে গেছে। তাঁদের দুজনকে হাই ডিফেন্সিভ কেয়ার ইউনিটে (এইসডিইউ) ভর্তি দেওয়া হয়েছে।’ রোগীদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত