নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে লাঠিমিছিল করেছে হোসিয়ারি পল্লির ব্যবসায়ীরা। শহরের নয়ামাটি, করিম মার্কেট ও গুলশান হলো এলাকার ব্যবসায়ীরা লাঠি হাতে ও বাঁশি বাজিয়ে এই মিছিল করেন।
আজ শনিবার দুপুর ১২টায় হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু ও সহসভাপতি আব্দুস সবুর খান সেন্টুর নেতৃত্বে এই মিছিল বের হয়। পরে পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
পথসভায় বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু বলেন, ‘আমরা চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে সব ব্যবসায়ীদের একত্রিত করে লাঠিমিছিল করেছি। কিছু দুষ্কৃতকারী, চাঁদাবাজ মার্কেটে এসে মালিকদের কাছে জোর করে চাঁদা দাবি করে। আমরা আইনকে শ্রদ্ধা করি। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই চাঁদাবাজদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয় না। তাই লাঠিমিছিল করে বুঝিয়ে দিলাম, আমরাও চাঁদাবাজদের প্রতিহত করতে পারি। কিন্তু আমরা আইন হাতে তুলে নিলাম না। শুধু সন্ত্রাসীদের বুঝিয়ে দিলাম, সন্ত্রাসী চাঁদাবাজি করলে আমরাও প্রতিহত করতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘নয়ামাটি ও করিম সুপার মার্কেট এলাকাটা হোসিয়ারি ব্যবসায়ীদের এলাকা। এখানে প্রতিদিন কোটি টাকার পণ্য কেনাবেচা হয়। এখানে হোসিয়ারি মালিকদের কাছে থেকে চাঁদাবাজির ঘটনা বেশি ঘটে। প্রশাসনকে এগুলো গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ থাকবে আমাদের। পাশাপাশি হোসিয়ারি শ্রমিকেরা প্রায়ই ছিনতাইয়ের শিকার হয়। আমরা প্রশাসনকে বলব, আপনারা সক্রিয় হন, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। ব্যবসায়ীরা দিনের পর দিন এই অত্যাচার সহ্য করবে না।’
এদিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, ‘নারায়ণগঞ্জে দৃশ্যমান বড় কোনো সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে, এমন কোনো ঘটনার প্রমাণ পাওয়া যাবে না। ছোটখাটো কিছু চুরি-ছিনতাই হয়ে থাকতে পারে। এদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালিয়ে আইনের আওতায় আনছি। তাঁরা লাঠিমিছিল করলেও তাঁদের অভিযোগ সুস্পষ্ট নয়। সুস্পষ্ট কারও বিষয়ে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব।’

নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে লাঠিমিছিল করেছে হোসিয়ারি পল্লির ব্যবসায়ীরা। শহরের নয়ামাটি, করিম মার্কেট ও গুলশান হলো এলাকার ব্যবসায়ীরা লাঠি হাতে ও বাঁশি বাজিয়ে এই মিছিল করেন।
আজ শনিবার দুপুর ১২টায় হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু ও সহসভাপতি আব্দুস সবুর খান সেন্টুর নেতৃত্বে এই মিছিল বের হয়। পরে পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
পথসভায় বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু বলেন, ‘আমরা চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে সব ব্যবসায়ীদের একত্রিত করে লাঠিমিছিল করেছি। কিছু দুষ্কৃতকারী, চাঁদাবাজ মার্কেটে এসে মালিকদের কাছে জোর করে চাঁদা দাবি করে। আমরা আইনকে শ্রদ্ধা করি। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই চাঁদাবাজদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয় না। তাই লাঠিমিছিল করে বুঝিয়ে দিলাম, আমরাও চাঁদাবাজদের প্রতিহত করতে পারি। কিন্তু আমরা আইন হাতে তুলে নিলাম না। শুধু সন্ত্রাসীদের বুঝিয়ে দিলাম, সন্ত্রাসী চাঁদাবাজি করলে আমরাও প্রতিহত করতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘নয়ামাটি ও করিম সুপার মার্কেট এলাকাটা হোসিয়ারি ব্যবসায়ীদের এলাকা। এখানে প্রতিদিন কোটি টাকার পণ্য কেনাবেচা হয়। এখানে হোসিয়ারি মালিকদের কাছে থেকে চাঁদাবাজির ঘটনা বেশি ঘটে। প্রশাসনকে এগুলো গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ থাকবে আমাদের। পাশাপাশি হোসিয়ারি শ্রমিকেরা প্রায়ই ছিনতাইয়ের শিকার হয়। আমরা প্রশাসনকে বলব, আপনারা সক্রিয় হন, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। ব্যবসায়ীরা দিনের পর দিন এই অত্যাচার সহ্য করবে না।’
এদিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, ‘নারায়ণগঞ্জে দৃশ্যমান বড় কোনো সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে, এমন কোনো ঘটনার প্রমাণ পাওয়া যাবে না। ছোটখাটো কিছু চুরি-ছিনতাই হয়ে থাকতে পারে। এদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালিয়ে আইনের আওতায় আনছি। তাঁরা লাঠিমিছিল করলেও তাঁদের অভিযোগ সুস্পষ্ট নয়। সুস্পষ্ট কারও বিষয়ে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব।’

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
৫ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
৪৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে