লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

আগামীতে নাও থাকতে পারেন, তাই নির্বাচনের এক বছর আগেই নিজের কাজের হিসাব নিয়ে জনতার সামনে হাজির হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।
আজ বৃহস্পতিবার বিকেলে লোহাগড়ার উপজেলার কোটাকোল লঞ্চঘাট মাদ্রাসা মাঠে আয়োজিত ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।
অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘এখনো নির্বাচনের এক বছর বাকি আছে। আগামীতে হয়তো আমি নাও থাকতে পারি। সে জন্য এক বছর আগেই আমি এসেছি। যেসব কাজ করেছি, আর যা বাকি আছে তার হিসাব আপনাদের দিতে।’
এ সময় স্থানীয়রা রাস্তা-ঘাট নির্মাণ, হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসকের অভাব, উপজেলার সাবরেজিস্ট্রার অফিস, সেটেলমেন্ট অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের দুর্নীতি, বিদ্যালয় ভবন ও সেতু-কালভার্ট নির্মাণ এবং মসজিদ-মন্দির সংস্কারের দাবি তুলে ধরেন। মাশরাফি বিন মোর্ত্তজা এসব প্রশ্ন নোট করেন ও ধাপে ধাপে সব প্রশ্নের উত্তর দেন।
রাস্তা-ঘাট নির্মাণ সংক্রান্ত প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আপনারা জানেন করোনার কারণে প্রায় দুই বছর উন্নয়নমূলক কাজ বন্ধ ছিল। তবুও বাকি সময় বিভিন্ন রাস্তা-ঘাট, মসজিদ-মন্দিরে বরাদ্দ দেওয়া হয়েছে।’
এমপির সঙ্গে দেখা করতে না পারার অভিযোগের উত্তরে মাশরাফি বলেন, ‘আপনাদের জন্য আমার দরজা ২৪ ঘণ্টাই খোলা। যে কেউ আমার সঙ্গে দেখা করতে পারেন। আপনাদের কথা শুনতে আমি বাধ্য। এর আগে অনেকেই আপনাদের মাথায় হাত বুলিয়ে খুশি করে থাকতে পারে। কিন্তু আমি তা করতে চাই না। আমি এসেছি আপনাদের কথা শুনতে। আপনারা আমাকে ভোট দিয়েছেন।’
চিকিৎসা ব্যবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আপনারা জানেন চাইলেই রাতারাতি এখানে হাসপাতাল বানানো সম্ভব নয়। সরকারি কাজের কিছু নিয়মকানুন আছে। এসব নিয়ম মেনে এ ব্যাপারে যা যা করা সম্ভব সবই করব। আপনারা আমার ওপর ভরসা রাখেন।’
ভূমি অফিসের দুর্নীতির বিষয়ে মাশরাফি বলেন, ‘জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সেবা নিতে এসে ভবিষ্যতে কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগড়া আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, পৌরসভার মেয়র সৈয়দ মশিউর রহমান, লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনী আমীন, কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আল মাহমুদ, সাবেক চেয়ারম্যান খাঁন মো. জাহাঙ্গীর আলম, জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বি এম কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতিসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।

আগামীতে নাও থাকতে পারেন, তাই নির্বাচনের এক বছর আগেই নিজের কাজের হিসাব নিয়ে জনতার সামনে হাজির হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।
আজ বৃহস্পতিবার বিকেলে লোহাগড়ার উপজেলার কোটাকোল লঞ্চঘাট মাদ্রাসা মাঠে আয়োজিত ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।
অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘এখনো নির্বাচনের এক বছর বাকি আছে। আগামীতে হয়তো আমি নাও থাকতে পারি। সে জন্য এক বছর আগেই আমি এসেছি। যেসব কাজ করেছি, আর যা বাকি আছে তার হিসাব আপনাদের দিতে।’
এ সময় স্থানীয়রা রাস্তা-ঘাট নির্মাণ, হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসকের অভাব, উপজেলার সাবরেজিস্ট্রার অফিস, সেটেলমেন্ট অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের দুর্নীতি, বিদ্যালয় ভবন ও সেতু-কালভার্ট নির্মাণ এবং মসজিদ-মন্দির সংস্কারের দাবি তুলে ধরেন। মাশরাফি বিন মোর্ত্তজা এসব প্রশ্ন নোট করেন ও ধাপে ধাপে সব প্রশ্নের উত্তর দেন।
রাস্তা-ঘাট নির্মাণ সংক্রান্ত প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আপনারা জানেন করোনার কারণে প্রায় দুই বছর উন্নয়নমূলক কাজ বন্ধ ছিল। তবুও বাকি সময় বিভিন্ন রাস্তা-ঘাট, মসজিদ-মন্দিরে বরাদ্দ দেওয়া হয়েছে।’
এমপির সঙ্গে দেখা করতে না পারার অভিযোগের উত্তরে মাশরাফি বলেন, ‘আপনাদের জন্য আমার দরজা ২৪ ঘণ্টাই খোলা। যে কেউ আমার সঙ্গে দেখা করতে পারেন। আপনাদের কথা শুনতে আমি বাধ্য। এর আগে অনেকেই আপনাদের মাথায় হাত বুলিয়ে খুশি করে থাকতে পারে। কিন্তু আমি তা করতে চাই না। আমি এসেছি আপনাদের কথা শুনতে। আপনারা আমাকে ভোট দিয়েছেন।’
চিকিৎসা ব্যবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আপনারা জানেন চাইলেই রাতারাতি এখানে হাসপাতাল বানানো সম্ভব নয়। সরকারি কাজের কিছু নিয়মকানুন আছে। এসব নিয়ম মেনে এ ব্যাপারে যা যা করা সম্ভব সবই করব। আপনারা আমার ওপর ভরসা রাখেন।’
ভূমি অফিসের দুর্নীতির বিষয়ে মাশরাফি বলেন, ‘জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সেবা নিতে এসে ভবিষ্যতে কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগড়া আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, পৌরসভার মেয়র সৈয়দ মশিউর রহমান, লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনী আমীন, কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আল মাহমুদ, সাবেক চেয়ারম্যান খাঁন মো. জাহাঙ্গীর আলম, জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বি এম কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতিসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।

মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
টানা শৈত্যপ্রবাহের প্রভাবে জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে বয়স্ক, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হচ্ছে।
৩১ মিনিট আগে
উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় পুকুরে ডুবে শিশুমৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সেই ঝুঁকি কমানোর উদ্যোগ নিয়েছে এক শিক্ষার্থী। মো. তাহাসিন নামের ওই শিক্ষার্থী উদ্ভাবন করেছে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ নামের একটি বিশেষ যন্ত্র, যা পানিতে ডুবে গেলেই শিশুর অভিভাবকের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে সংকেত পাঠাবে।
৩৬ মিনিট আগে
গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
২ ঘণ্টা আগে