Ajker Patrika

চিরকুট পাঠিয়ে হত্যার হুমকি, ধানখেতে মিলল শিশুর মরদেহ

নড়াইল প্রতিনিধি 
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১৫: ০৪
চিরকুট পাঠিয়ে হত্যার হুমকি, ধানখেতে মিলল শিশুর মরদেহ
নিহত শিশু হামিদা খানম। ছবি সংগৃহীত

নড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম হামিদা খানম (৬)। সে ওই গ্রামের শাহানুর শেখ ও হাওয়া দম্পতির মেয়ে। এদিন সকালে বাড়ির পাশ থেকে হামিদার পরিবারকে হত্যার হুমকি দেওয়া চিরকুট পেয়েছিল শিশুটির পরিবার।

নিহত শিশুর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল দুপুরে হামিদা মায়ের কাছ থেকে আপেল নিয়ে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলতে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তার খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ি পাশে ধানখেতে হামিদার মরদেহ দেখতে পান স্থানীয়রা। রশি দিয়ে তার হাত বাঁধা এবং কচুরিপানা দিয়ে মরদেহ ঢাকা ছিল।

হামিদার বাবা শাহানুর জানান, গত বুধবার রাতে কে বা কারা বাড়ির পাশে একটি চিরকুট ফেলে যায়। গতকাল সকালে সেই চিরকুটটি তাঁরা পান। সেখানে সাহানুর শেখ ও তাঁর ভাইয়ের সন্তানদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল। পূর্বশত্রুতার জের ধরে যারা হত্যার হুমকি দিয়েছিল, তারাই হামিদাকে হত্যা করেছে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ধানখেতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত