Ajker Patrika

দাফনের ৪ মাস পর আন্দোলনে নিহত রায়হানের লাশ উত্তোলন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৬: ৩৭
দাফনের ৪ মাস পর আন্দোলনে নিহত রায়হানের লাশ উত্তোলন
কবর থেকে রায়হানের লাশ তোলা হয়। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত রায়হানের (২৪) লাশ ময়নাতদন্তের জন্য দাফনের চার মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ রোববার রবিবার দুপুরে পানিশাইল কবরস্থানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের উপস্থিতিতে লাশ তোলা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জানান, আদালতের নির্দেশে রায়হানের লাশ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পুনরায় লাশ দাফন করা হবে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রায়হান মাথায় গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরদিন ২১ জুলাই পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

রায়হানের বাবা মামুন সরদার ১১ অক্টোবর গাজীপুরের গাছা থানায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৭ জন এবং অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

লাশ উত্তোলনের সময় মামলার তদন্তকারী কর্মকর্তা লেবু মিয়া, নিয়ামতপুর থানার পুলিশ, ইউনিয়ন পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত