Ajker Patrika

জাম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল ফুফু-ভাতিজার

প্রতিনিধি, মান্দা (নওগাঁ) 
জাম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল ফুফু-ভাতিজার

মান্দায় বিলের ধারে জাম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ফুফু ও ভাতিজার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার মান্দাকোলা বিলে এ দুর্ঘটনা ঘটে। 

বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন, উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামের ইব্রাহীম হোসেনের স্ত্রী আম্বিয়া বিবি (৪০) ও তাঁর ভাতিজা রফিকুল ইসলামের ছেলে রোমান (১০)। 

স্থানীয়রা জানান, শিশু রোমান বিকেলে বিলের ধারে একটি গাছে জাম পাড়ার জন্য যায়। এসময় অসাবধানবশত বিলে মাছ পাহারার জন্য দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে যায় সে। এটি দেখতে পেয়ে ফুফু আম্বিয়া দৌড়ে বাঁচাতে এগিয়ে গিয়ে তিনিও তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান তাঁরা। 

স্থানীয়দের অভিযোগ, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লার ছেলে মাহফুজুল হক মোল্লা মান্দাকোলা বিল ইজারা নিয়ে মাছ চাষ করছেন। পাহারার জন্য খোলা তার দিয়ে পুরো বিলে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। অবৈধ সেই সংযোগের তারে জড়িয়ে দুইজনের এমন করুণ মৃত্যু হলো। 

মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত